পূর্ব মেদিনীপুর: এগরায় পুকুর থেকে এক মৃতদেহ উদ্ধার ঘিরেই চাঞ্চল্য। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বাথুয়াড়িতে একটি পুকুরে মৃতদেহ উদ্ধার করে এগরা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। এলাকার মানুষ হটাতই পুকুরে কিছু একটা ভেসে থাকতে দেখে এলাকার মানুষের সন্দেহ হলে কয়েক জন জলে নেমে দেখেন একটি মৃতদেহ ভেসে আছে।
আরও পড়ুন: ফেসবুকে বন্ধুত্ব পাতিয়ে নগ্ন ছবি আদান-প্রদান, নতুন পথে নারী পাচারের ছক ফাঁস!
আরও পড়ুন: অ্যাডমিট কার্ড না নিয়েই মাধ্যমিক পরীক্ষার হলে ছাত্রী, এগিয়ে এলেন সিভিক ভলান্টিয়ার! তারপর...
এগরা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তিনি মাঝে মধ্যে রাস্তা ঘাটে যেখানে সেখানে পড়ে থাকতেন। তবে হঠাৎ কী করে জলে পড়ে মৃত্যু হল ওই ব্যক্তির, সে বিষয়ে পরিষ্কার কিছু জানা যায়নি। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।