বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকরের ভাগ্য রাতারাতি এইভাবে বদলে যায় তাঁর কাঁচা বাদাম গানটি ভাইরাল হওয়ার পর। তার সেই গান রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ-বিদেশে শোরগোল ফেলে দেয়। তাবড় তাবড় সেলিব্রেটিরা তার গান নিয়ে রিল ভিডিও বানাতে শুরু করে। গান বিপুল জনপ্রিয়তা লাভ করার পাশাপাশি তিনিও জনপ্রিয় শিল্পীতে পরিণত হন।
advertisement
ভাইরাল হওয়ার পর ভুবন বাদ্যকর দাদাগিরি থেকে শুরু করে ইস্মার্ট জোড়ি সহ বিভিন্ন রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছেন। সেই সকল অনুষ্ঠান থেকে পদক জয় করেও নিয়েছেন। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকে অনুষ্ঠান করার জন্য তার ডাক আসছে। এই সকল রিয়েলিটি শো এবং অনুষ্ঠান থেকে ভুবন বাদ্যকর যা রোজগার করেছেন তা দিয়ে নিজের পছন্দমত একটি বাড়ি তৈরি করেছে। এবার এই ভুবন বাদ্যকরের হাতে এল iPhone 13।
বহুমূল্যবান এই স্মার্টফোনটির বাজার মূল্য সম্পর্কে জানা যাচ্ছে, মডেল অনুযায়ী এই ফোনটির সর্বনিম্ন দাম প্রায় ৭০,০০০ টাকা। যদিও তার হাতে iPhone 13 -এর কোন স্পেসিফিকেশনটি এসেছে তা জানা যায়নি। তবে তিনি এই বহুমূল্যবান স্মার্টফোনটি হাতে পেয়েই তা তার অনুরাগীদের দেখিয়েছেন একটি ভিডিও আপলোড করে। এমনকি প্যাকেট থেকে ফোনটি বের করা থেকে শুরু করে ফোনের ক্যামেরা ইত্যাদিও দেখিয়েছেন ভুবন বাদ্যকর। এখন প্রশ্ন হল ভুবন বাদ্যকর কি এই বহুমূল্যবান স্মার্টফোনটি কিনলেন? ভুবন বাদ্যকর এই প্রসঙ্গে জানিয়েছেন, তিনি এই স্মার্টফোনটি উপহার পেয়েছেন। তিনি সম্প্রতি দিল্লিতে যে অনুষ্ঠান করতে যান সেখানেই তাকে এই ফোনটি উপহার দেওয়া হয়।
মাধব দাস