TRENDING:

Bhuvan Badyakar | Birbhum News : 'বাদাম বেচে খাই, সেলিব্রিটি ভাই'! iPhone হাতে পেয়েই নতুন গান জুড়লেন ভুবন বাদ্যকর

Last Updated:

Bhuvan Badyakar: সম্প্রতি ভুবন বাদ্যকর একটি আইফোন পেয়েছেন। সেই আইফোন পাওয়ার পর ভুবন বাদ্যকর আবার নতুন একটি গানও বেঁধে ফেলেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #বীরভূম: সম্প্রতি ভুবন বাদ্যকর একটি আইফোন পেয়েছেন। সেই আইফোন পাওয়ার পর ভুবন বাদ্যকর আবার নতুন একটি গানও বেঁধে ফেলেছেন। তাঁর সেই নতুন গানটি হল 'বাদাম বেচে খাই, সেলেব্রেটি ভাই, বাদামের তুলনা দুনিয়াতে নাই।' মাত্র এক বছরের মধ্যে কারোর ভাগ্য এইভাবে বদলে যেতে পারে তা ভুবন বাদ্যকরকে না দেখলে টের পাওয়া মুশকিল। গত বছর ঠিক এই সময় ভুবন বাদ্যকর গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করতেন কাঁচা বাদাম। আর আজ এই ভুবন বাদ্যকর রয়েছেন রাজমহলের মত বাড়িতে, চারচাকা ছাড়া কোথাও যান না।
advertisement

বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকরের ভাগ্য রাতারাতি এইভাবে বদলে যায় তাঁর কাঁচা বাদাম গানটি ভাইরাল হওয়ার পর। তার সেই গান রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ-বিদেশে শোরগোল ফেলে দেয়। তাবড় তাবড় সেলিব্রেটিরা তার গান নিয়ে রিল ভিডিও বানাতে শুরু করে। গান বিপুল জনপ্রিয়তা লাভ করার পাশাপাশি তিনিও জনপ্রিয় শিল্পীতে পরিণত হন।

advertisement

ভাইরাল হওয়ার পর ভুবন বাদ্যকর দাদাগিরি থেকে শুরু করে ইস্মার্ট জোড়ি সহ বিভিন্ন রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছেন। সেই সকল অনুষ্ঠান থেকে পদক জয় করেও নিয়েছেন। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকে অনুষ্ঠান করার জন্য তার ডাক আসছে। এই সকল রিয়েলিটি শো এবং অনুষ্ঠান থেকে ভুবন বাদ্যকর যা রোজগার করেছেন তা দিয়ে নিজের পছন্দমত একটি বাড়ি তৈরি করেছে। এবার এই ভুবন বাদ্যকরের হাতে এল iPhone 13।

advertisement

বহুমূল্যবান এই স্মার্টফোনটির বাজার মূল্য সম্পর্কে জানা যাচ্ছে, মডেল অনুযায়ী এই ফোনটির সর্বনিম্ন দাম প্রায় ৭০,০০০ টাকা। যদিও তার হাতে iPhone 13 -এর কোন স্পেসিফিকেশনটি এসেছে তা জানা যায়নি। তবে তিনি এই বহুমূল্যবান স্মার্টফোনটি হাতে পেয়েই তা তার অনুরাগীদের দেখিয়েছেন একটি ভিডিও আপলোড করে। এমনকি প্যাকেট থেকে ফোনটি বের করা থেকে শুরু করে ফোনের ক্যামেরা ইত্যাদিও দেখিয়েছেন ভুবন বাদ্যকর। এখন প্রশ্ন হল ভুবন বাদ্যকর কি এই বহুমূল্যবান স্মার্টফোনটি কিনলেন? ভুবন বাদ্যকর এই প্রসঙ্গে জানিয়েছেন, তিনি এই স্মার্টফোনটি উপহার পেয়েছেন। তিনি সম্প্রতি দিল্লিতে যে অনুষ্ঠান করতে যান সেখানেই তাকে এই ফোনটি উপহার দেওয়া হয়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

মাধব দাস

বাংলা খবর/ খবর/বীরভূম/
Bhuvan Badyakar | Birbhum News : 'বাদাম বেচে খাই, সেলিব্রিটি ভাই'! iPhone হাতে পেয়েই নতুন গান জুড়লেন ভুবন বাদ্যকর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল