TRENDING:

Bhuban Badyakar|| 'নায়ক' থেকে ফের গায়ক, লম্বা ব্রেকের পর মজার গান নিয়ে হাজির ভুবন বাদ্যকর, তুমুল ভাইরাল

Last Updated:

Bhuban Badyakar new viral song: গত কয়েক মাস ধরে ভুবন বাদ্যকর উধাও। তার হঠাৎ এইভাবে উধাও হয়ে যাওয়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলছিলেন, তাহলে কি ভুবন বাদ্যকরের জামানা শেষ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: গ্রামে গ্রামে কাঁচা বাদাম বিক্রি করে ভাইরাল হয়েছিলেন ভুবন বাদ্যকর। এরপরেই বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত কুড়ালজুড়ি গ্রামের মতো অজপাড়া গ্রাম থেকে সেলিব্রেটি হয়ে ওঠেন তিনি। তবে গত কয়েক মাস ধরে ভুবন বাদ্যকর উধাও। তার হঠাৎ এইভাবে উধাও হয়ে যাওয়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলছিলেন, তাহলে কি ভুবন বাদ্যকরের জামানা শেষ! যারা এই প্রশ্ন তুলছিলেন তাদের জন্য ভুবন বাদ্যকর নতুন গান নিয়ে হাজির।
advertisement

তার এই নতুন গান খুব তাড়াতাড়ি স্টুডিওতে রেকর্ডিং হবে এবং রিলিজ হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, তিনি মরে যাননি। তিনি এখনও রয়েছেন। তিনি এতদিন গান রচনা করতে পারেননি মূলত 'খোকাবাবুর খেলাঘর' নামের যাত্রাপালা নিয়ে ব্যস্ত ছিলেন। এখন একটু সময় পেতেই ফের গানের জগতে ফিরে এসেছেন এবং গান নিয়ে মজেছেন।

advertisement

আরও পড়ুনঃ রবীন্দ্র সাহিত্যে ছিল উল্লেখ সেই ঐতিহ্যবাহী রায়বেশে নাচ! দেখে মুগ্ধ হাজির দর্শক

ভুবন বাদ্যকর নতুন যে গানটি নিয়ে এসেছেন সেটি 'যতই চিবাবে ততই পাবে রস / যতই চিবাবে ততই পাবে রস / ছেলে আমার কাঁচা বাদাম হয়ে যাবে বস / ছেলে আমার কাঁচা বাদাম হয়ে যাবে বস।..\'। ভুবন বাদ্যকর জানিয়েছেন, প্রথম গানের মতো তার এই গানটিও শ্রোতাদের মন জয় করবে। যদিও এই নতুন গানটি কবে স্টুডিওতে রেকর্ডিং হবে এবং তা কবে রিলিজ হবে তা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। রিলিজ হওয়া নিয়ে ভুবন বাদ্যকর বারবার জানিয়েছেন, খুব তাড়াতাড়ি রিলিজ হবে। এখন দেখার বিষয় ভুবন বাদ্যকরের দাবি অনুযায়ী নতুন এই গানটি কি তার কাঁচা বাদাম গানের মতোই সাড়া ফেলতে পারে কিনা সোশ্যাল মিডিয়ায়!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Bhuban Badyakar|| 'নায়ক' থেকে ফের গায়ক, লম্বা ব্রেকের পর মজার গান নিয়ে হাজির ভুবন বাদ্যকর, তুমুল ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল