তার এই নতুন গান খুব তাড়াতাড়ি স্টুডিওতে রেকর্ডিং হবে এবং রিলিজ হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, তিনি মরে যাননি। তিনি এখনও রয়েছেন। তিনি এতদিন গান রচনা করতে পারেননি মূলত 'খোকাবাবুর খেলাঘর' নামের যাত্রাপালা নিয়ে ব্যস্ত ছিলেন। এখন একটু সময় পেতেই ফের গানের জগতে ফিরে এসেছেন এবং গান নিয়ে মজেছেন।
advertisement
আরও পড়ুনঃ রবীন্দ্র সাহিত্যে ছিল উল্লেখ সেই ঐতিহ্যবাহী রায়বেশে নাচ! দেখে মুগ্ধ হাজির দর্শক
ভুবন বাদ্যকর নতুন যে গানটি নিয়ে এসেছেন সেটি 'যতই চিবাবে ততই পাবে রস / যতই চিবাবে ততই পাবে রস / ছেলে আমার কাঁচা বাদাম হয়ে যাবে বস / ছেলে আমার কাঁচা বাদাম হয়ে যাবে বস।..\'। ভুবন বাদ্যকর জানিয়েছেন, প্রথম গানের মতো তার এই গানটিও শ্রোতাদের মন জয় করবে। যদিও এই নতুন গানটি কবে স্টুডিওতে রেকর্ডিং হবে এবং তা কবে রিলিজ হবে তা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। রিলিজ হওয়া নিয়ে ভুবন বাদ্যকর বারবার জানিয়েছেন, খুব তাড়াতাড়ি রিলিজ হবে। এখন দেখার বিষয় ভুবন বাদ্যকরের দাবি অনুযায়ী নতুন এই গানটি কি তার কাঁচা বাদাম গানের মতোই সাড়া ফেলতে পারে কিনা সোশ্যাল মিডিয়ায়!
Madhab Das