বিদ্যুৎ উৎপাদনে পিএলএফের (প্ল্যান্ট লোড ফ্যাক্টর) অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে উৎপাদিত বিদ্যুতের পরিমাণের নিরিখে ২০২১-২০২২ অর্থবর্ষে দেশে তৃতীয় স্থান দখল করেছিল বীরভূমের বক্রেশ্বর। পরের বছর অর্থাৎ ২০২২-২০২৩ অর্থবর্ষে মোট উৎপাদন ক্ষমতার ৯২.৩৮ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করে দেশের মধ্যে শীর্ষস্থান দখল করেছে সেই বক্রেশ্বর।
আরও পড়ুন: ২০০০ টাকার জাল নোটের রমরমা ঝাড়গ্রামে, উৎস খুঁজতে মাথার ঘাম পায়ে ফেলছে পুলিশ
advertisement
বাংলায় যত বিদ্যুৎ উৎপাদন হয় তার ৯৭ শতাংশই এসে থাকে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। আর তাই রাজ্যের তিনটি তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের দেশের মধ্যে প্রথম পাঁচে জায়গা করে নেওয়াটাকে নিঃসন্দেহে বড় সাফল্য বলে মনে করছেন বিদ্যুৎ দফতরের কর্তারা। বক্রেশ্বরে মোট পাঁচটি ইউনিট আছে। একটি ইউনিট ২৪ ঘণ্টা চালু থাকলে ২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। প্রতি ঘণ্টায় কয়লা লাগে ১১০ টন৷ বক্রেশ্বর কর্তৃপক্ষের দাবি, যদি কয়লার জোগান ঠিকঠাক থাকে তাহলে তাঁরা ধারাবাহিকভাবে দেশের মধ্যে শীর্ষস্থান ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী।
শুভদীপ পাল