TRENDING:

Birbhum News: বিদ্যুৎ উৎপাদনে দেশের সেরা বক্রেশ্বর, প্রথম পাঁচে বাংলার আরও দুই

Last Updated:

একটি নির্দিষ্ট সময়ে উৎপাদিত বিদ্যুতের পরিমাণের নিরিখে ২০২১-২০২২ অর্থবর্ষে দেশে তৃতীয় স্থান দখল করেছিল বীরভূমের বক্রেশ্বর। পরের বছর অর্থাৎ ২০২২-২০২৩ অর্থবর্ষে মোট উৎপাদন ক্ষমতার ৯২.৩৮ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করে দেশের মধ্যে শীর্ষস্থান দখল করল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: দেশের সেরা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্বীকৃতি পেল বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র। তবে শুধু যে বক্রেশ্বর সেরার তালিকায় জায়গা পেয়েছে তা নয়, সূত্রের খবর প্রথম পাঁচে আছে রাজ্যের আরও দু'টি তাপবিদ্যুৎ কেন্দ্র। সাঁওতালডিহি এবং সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র‌ও বিদ্যুৎ উৎপাদনে দেশের সেরা তালিকায় নিজেদের জায়গা করে নিয়েছে।
advertisement

বিদ্যুৎ উৎপাদনে পিএলএফের (প্ল্যান্ট লোড ফ্যাক্টর) অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে উৎপাদিত বিদ্যুতের পরিমাণের নিরিখে ২০২১-২০২২ অর্থবর্ষে দেশে তৃতীয় স্থান দখল করেছিল বীরভূমের বক্রেশ্বর। পরের বছর অর্থাৎ ২০২২-২০২৩ অর্থবর্ষে মোট উৎপাদন ক্ষমতার ৯২.৩৮ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করে দেশের মধ্যে শীর্ষস্থান দখল করেছে সেই বক্রেশ্বর।

আরও পড়ুন: ২০০০ টাকার জাল নোটের রমরমা ঝাড়গ্রামে, উৎস খুঁজতে মাথার ঘাম পায়ে ফেলছে পুলিশ

advertisement

বাংলায় যত বিদ্যুৎ উৎপাদন হয় তার ৯৭ শতাংশ‌ই এসে থাকে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। আর তাই রাজ্যের তিনটি তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের দেশের মধ্যে প্রথম পাঁচে জায়গা করে নেওয়াটাকে নিঃসন্দেহে বড় সাফল্য বলে মনে করছেন বিদ্যুৎ দফতরের কর্তারা। বক্রেশ্বরে মোট পাঁচটি ইউনিট আছে। একটি ইউনিট ২৪ ঘণ্টা চালু থাকলে ২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। প্রতি ঘণ্টায় কয়লা লাগে ১১০ টন৷ বক্রেশ্বর কর্তৃপক্ষের দাবি, যদি কয়লার জোগান ঠিকঠাক থাকে তাহলে তাঁরা ধারাবাহিকভাবে দেশের মধ্যে শীর্ষস্থান ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

শুভদীপ পাল

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: বিদ্যুৎ উৎপাদনে দেশের সেরা বক্রেশ্বর, প্রথম পাঁচে বাংলার আরও দুই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল