TRENDING:

Birbhum: চাকরিতে যোগ দিলেন ক্যান্সার আক্রান্ত সোমা, লড়াইটা কেমন ছিল?

Last Updated:

২০১৬ সালে এসএসসি পরীক্ষায় বসেছিলেন বীরভূমের নলহাটির আশ্রম পাড়ার সোমা দাস। চাকরির সেই পরীক্ষায় ২০১৮ সালে উত্তীর্ণ হন সোমা। তবে তার পরেও কপালে জোটেনি চাকরি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম : ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় বসেছিলেন বীরভূমের নলহাটির আশ্রম পাড়ার সোমা দাস। চাকরির সেই পরীক্ষায় ২০১৮ সালে উত্তীর্ণ হন সোমা। তবে তার পরেও কপালে জোটেনি চাকরি। ফের দীর্ঘ চার বছর লড়াই করার পর অবশেষে শনিবার চাকরিতে যোগ দিলেন তিনি। তবে তার চাকরিতে যোগ দেওয়া এতটা মসৃণ ছিল না। অন্যান্য চাকরিপ্রার্থীদের মতোই তাকে লড়াই চালিয়ে যেতে হয়েছে। আবার তার লড়াই অন্যান্যদের থেকে আলাদা। কারণ চাকরির জন্য এই আন্দোলন চালানোর সময় ২০১৮ সালের নভেম্বর মাসে তার শরীরে নানান লক্ষণ দেখা দেয়। সেই সকল লক্ষণ পরীক্ষা-নিরীক্ষা করার পর ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ধরা পড়ে তার শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য ব্লাড ক্যান্সার। দুরারোগ্য এই ব্লাড ক্যান্সার ধরা পড়তেই তড়িঘড়ি মার্চ মাসে তাড়াতাড়ি দেন মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে। সেখানে শুরু হয় তার চিকিৎসা। সাড়ে সাত মাস সেখান থেকে তাকে চিকিৎসা করাতে হয়। এই চিকিৎসা করাতে গিয়ে তাদের পরিবার নিঃস্ব হয়ে পড়ে। তবে সেই সময়ই তার বন্ধু-বান্ধব অনেকেই তার পাশে দাঁড়ান। সোমার থেকে জানা গিয়েছে, সবথেকে বেশি তার পাশে দাঁড়িয়েছিলেন তার এসএসসি পরিক্ষার জন্য প্রস্তুতির শিক্ষক সুমিত মজুমদার।
advertisement

তিনি নিজে এবং অন্যান্যদের থেকে অর্থ সংগ্রহ করে তার পাশে দাঁড়িয়েছিলেন। পাশাপাশি সোমা জানিয়েছেন, উনি না থাকলে কোন ভাবেই পরীক্ষাতে পাস করতে পারতেন না তিনি। ২০১৯ সালের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা চলাকালীন সোমাকে ছয়টি কেমো নিতে হয়। ১০ ঘণ্টা করে চলত তার কেমো। সাড়ে সাত মাস এইভাবে চিকিৎসা করানোর পর ফিরে এলেন আট মাস পর ফের তার শরীরের নানান লক্ষণ দেখা দেয়। এই লক্ষণ হলো দ্বিতীয়বারের জন্য ক্যান্সার বাসা বাঁধা।

advertisement

আরও পড়ুনঃ অসহ্য যন্ত্রণা! তবুও থামেনি সোমা দাসের লড়াই! কোন ক্যান্সারে আক্রান্ত তিনি?

এর পর ফের ২০২০ সালের মার্চ মাসে মুম্বাই রওনা দেন সোমা। ফের তাকে ছয়টি কেমো দেওয়া হয়। এরপর ছয় মাস পর আবার বীরভূমে ফিরে আসেন সোমা। ফিরে এসেই আন্দোলনকারী চাকরি প্রার্থীদের আন্দোলনে সঙ্গে যোগ দেন। এরপর কলকাতা হাইকোর্ট সম্প্রতি তাকে চাকরিতে নিয়োগ করার নির্দেশ দেয়। সেই নির্দেশ মতো শনিবার সোমা নলহাটির মধুরা উচ্চ বিদ্যালয়ে বাংলা শিক্ষিকা হিসেবে নিয়োগ হলেন।

advertisement

View More

আরও পড়ুনঃ মাধ্যমিকে পাশ করতে পারেনি, লজ্জায় আত্মঘাতী বীরভূমের ছাত্রী

বারবার সোমার শরীরে এইভাবে ক্যান্সার ফিরে আসার কারণে চিকিৎসকেরা তিন মাসের মধ্যে স্টেম ফেল ট্রান্সপ্ল্যান্ট করানোর জন্য বলেছিলেন। তবে সময় জানিয়েছেন, তা আর করা হয়নি। যে কারণে চাকরিতে নিয়োগ হলেও ফের এই রোগ তার শরীরে ফিরে আসবে কিনা তা নিয়েও তিনি অনিশ্চয়তায় ভুগছেন। মোটের উপর সোমা দাস দু-দুবার ক্যান্সার আক্রান্ত হয়ে জয়লাভ করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আজ এই জায়গায় এসে পৌঁছালেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৭০ বছরেও কাঁপাচ্ছেন অভিনয় দুনিয়া! পটাশপুরের গর্ব এই শিল্পী
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum: চাকরিতে যোগ দিলেন ক্যান্সার আক্রান্ত সোমা, লড়াইটা কেমন ছিল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল