গতকাল বীরভূমের সদাইপুর থানা এলাকার রেঙ্গুনি ও সানুচ গ্রামের মাঝের মাঠে যন্ত্রচালিত ধান কাটার মেসিন নিয়ে ধান কাটতে যাওয়ার সময় দুই শ্রমিকের গায়ে বিদ্যুতের তার লেগে মৃত্যু হয় । গতকাল এই ঘটনায় এলাকায় দারুণ উত্তেজনা ছড়ায় । গ্রামবাসীরা কাল অভিযোগ করেন দীর্ঘদিন ধরেই গ্রামের মাঠের কাছে ইলেকট্রিক তার ঝুলে ছিল , এর আগেই অনেকবার বিদ্যুথ দফতরকে জানানো হয়েছিল তার গুলি টান করা জন্য , কিন্তু কোনও সুরাহা হয়নি। কালকের ঘটনার পর গ্রামে পুলিশ ওই দুই ব্যক্তির দেহ তুলতে গেলে পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
advertisement
এমনকী গতকাল গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয় পুলিশকে । পরবর্তীতে পরিস্থিতি শান্ত হলে পুলিশ দেহ তুলে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় । গতকালের এই ঘটনার পরই আজ ওই গ্রামে এসে হাজির হন বিদ্যুৎ দফতরের কর্মীরা । সকাল থেকেই তারের উচ্চতা বাড়াতে কাজে লেগে যান তারা ।
ওই গ্রামের বাসিন্দা শেখ আজিম বলেন , “এতো বার বলার পরও আগে কোনও কাজ হয়নি। কাল যখন দুর্ঘটনা ঘটলো তারপরই এরা এসে আজ কাজ করছেন । গ্রামবাসীর ভয়ে পুলিশ নিয়ে তবেই তাঁরা কাজ শুরু করেছেন । এই কাজটা যদি আগে করতেন তা হলে কালকের দুর্ঘটনা তা ঘটতো না । দু’টো প্রাণ বেঁচে যেতো ।