TRENDING:

BIRBHUM NEWS: সদাইপুরের বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দুই জনের মৃত্যুর পর টনক নড়ল বিদ্যুৎ দফতরের

Last Updated:

BIRBHUM NEWS: গতকাল বীরভূমের সদাইপুর থানা এলাকার রেঙ্গুনি ও সানুচ গ্রামের মাঝের মাঠে যন্ত্রচালিত ধান কাটার মেসিন নিয়ে ধান কাটতে যাওয়ার সময় দুই শ্রমিকের গায়ে বিদ্যুতের তার লেগে মৃত্যু হয় ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সদাইপুর: গতকাল বীরভূমের সদাইপুরের রেঙ্গুনি গ্রামে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দুই জনের মৃত্যুর ঘটনার পরই আজ বিদ্যুৎ দফতর কাজ শুরু করল বৈদ্যুতিক তার উচুতে ওঠানোর ।
ধান কাটার মেসিন নিয়ে ধান কাটতে যাওয়ার সময় দুই শ্রমিকের গায়ে বিদ্যুতের তার লেগে মৃত্যু হয়
ধান কাটার মেসিন নিয়ে ধান কাটতে যাওয়ার সময় দুই শ্রমিকের গায়ে বিদ্যুতের তার লেগে মৃত্যু হয়
advertisement

গতকাল বীরভূমের সদাইপুর থানা এলাকার রেঙ্গুনি ও সানুচ গ্রামের মাঝের মাঠে যন্ত্রচালিত ধান কাটার মেসিন নিয়ে ধান কাটতে যাওয়ার সময় দুই শ্রমিকের গায়ে বিদ্যুতের তার লেগে মৃত্যু হয় । গতকাল এই ঘটনায় এলাকায় দারুণ উত্তেজনা ছড়ায় । গ্রামবাসীরা কাল অভিযোগ করেন দীর্ঘদিন ধরেই গ্রামের মাঠের কাছে ইলেকট্রিক তার ঝুলে ছিল , এর আগেই অনেকবার বিদ্যুথ দফতরকে জানানো হয়েছিল তার গুলি টান করা জন্য , কিন্তু কোনও সুরাহা হয়নি। কালকের ঘটনার পর গ্রামে পুলিশ ওই দুই ব্যক্তির দেহ তুলতে গেলে পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

advertisement

এমনকী গতকাল গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয় পুলিশকে । পরবর্তীতে পরিস্থিতি শান্ত হলে পুলিশ দেহ তুলে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় । গতকালের এই ঘটনার পরই আজ ওই গ্রামে এসে হাজির হন বিদ্যুৎ দফতরের কর্মীরা । সকাল থেকেই তারের উচ্চতা বাড়াতে কাজে লেগে যান তারা ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
একসঙ্গে সাত কালীর পুজো! বিসর্জনের আগে 'সাত বোনের' মুখ দেখাদেখি
আরও দেখুন

ওই গ্রামের বাসিন্দা শেখ আজিম বলেন , “এতো বার বলার পরও আগে কোনও কাজ হয়নি। কাল যখন দুর্ঘটনা ঘটলো তারপরই এরা এসে আজ কাজ করছেন । গ্রামবাসীর ভয়ে পুলিশ নিয়ে তবেই তাঁরা কাজ শুরু করেছেন । এই কাজটা যদি আগে করতেন তা হলে কালকের দুর্ঘটনা তা ঘটতো না । দু’টো প্রাণ বেঁচে যেতো ।

advertisement

বাংলা খবর/ খবর/বীরভূম/
BIRBHUM NEWS: সদাইপুরের বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দুই জনের মৃত্যুর পর টনক নড়ল বিদ্যুৎ দফতরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল