দুবরাজপুরের মেয়ে তথা গৃহবধূ মন্দিরা ভীমরাজকা সোমবার তার ৩২ তম জন্মদিন ঠিক এই ভাবেই ব্যতিক্রমী মনোভাব নিয়ে পালন করলেন। তিনি তার ৩২ তম জন্মদিন উপলক্ষে স্বামী এবং সন্তানকে নিয়ে পৌঁছে যান দুবরাজপুরের আদিবাসী গ্রাম মাজুড়িয়ায়। এছাড়াও ছিলেন তার আত্মীয়-স্বজন এবং বন্ধুবান্ধবরা। সকাল থেকে সেখানে পৌঁছে যাওয়ার পর নিজেরাই রান্নাবান্না করেন এবং কেক কাটা থেকে শুরু করে সমস্ত কিছু হয় ওই গ্রামে।
advertisement
আরও পড়ুনঃ সাইকেল চালিয়ে মহঃবাজারে শুট আউটের ঘটনায় ধৃত তিন
সবশেষে এলাকার প্রায় ৬০০ বাচ্চা ও বাসিন্দাদের পেটপুরে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এদিন খাবারের মেনুতে ছিল খিচুড়ি পাঁচ মিশালি টক এবং বোঁদে। নিজের জন্মদিন এইভাবে আদিবাসী গ্রামের পালন করার পরিকল্পনা কীভাবে এলো তা সম্পর্কে মন্দিরা ভীমরাজকা জানিয়েছেন, "অন্যান্য জায়গায় টাকা খরচ করার থেকে এই সকল মানুষগুলোকে একদিন পেটপুরে খাওয়াতে পেরে আমার ভালো লাগে।
আরও পড়ুনঃ জাতীয় মহিলা ফুটবল দলকে ছাড়তে হল মাঠ! কারণটা কি?
যে কারণেই গত পাঁচ বছর ধরে এই ভাবেই জন্মদিন পালন করে আসছি। আমার মনে হয় প্রত্যেকের একটি করে স্পেশাল দিন এদের সঙ্গে কাটানো দরকার। যে কারণে আমার এদের সঙ্গে জন্মদিন পালন করতে ভালো লাগে। জন্মদিন হোক অথবা অন্য কোন অনুষ্ঠান, সেই সব ক্ষেত্রে সাধারণভাবে পালন করার পাশাপাশি এদের সঙ্গে পালন করলে এদেরও একটা দিন ভালো যায়।"
Madhab Das