TRENDING:

Birbhum News: অভিনব জন্মদিন পালন গৃহবধুর! আদিবাসী গ্রামে কচিকাঁচাদের সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া

Last Updated:

জন্মদিনে অধিকাংশ মানুষদেরই দেখা যায় নিজেদের মধ্যে হৈ-হুল্লোড় করে কাটাতে। দেখা যায় বাড়িতে বড় করে পার্টির আয়োজন করতে অথবা কোন রেস্তোরাঁ বা অন্য কোথাও ধুমধাম করে তা পালন করতে। তবে এসবের মধ্যেও বেশ কয়েকজন রয়েছেন যারা নিজেদের জন্মদিনকে একটু আলাদাভাবে পালন করার পরিকল্পনা গ্রহণ করে থাকেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : জন্মদিনে অধিকাংশ মানুষদেরই দেখা যায় নিজেদের মধ্যে হৈ-হুল্লোড় করে কাটাতে। দেখা যায় বাড়িতে বড় করে পার্টির আয়োজন করতে অথবা কোন রেস্তোরাঁ বা অন্য কোথাও ধুমধাম করে তা পালন করতে। তবে এসবের মধ্যেও বেশ কয়েকজন রয়েছেন যারা নিজেদের জন্মদিনকে একটু আলাদাভাবে পালন করার পরিকল্পনা গ্রহণ করে থাকেন। এই সকল ব্যতিক্রমী মানুষদের জন্যই নিজেদের জন্মদিনে কখনো রক্তদান শিবির, কখনো আবার মরণোত্তর দেহদানের অঙ্গীকার করা হয়। ঠিক সেই রকমই এবার একটি ব্যতিক্রমী জন্মদিন দেখা গেল দুবরাজপুরের ৩২ বছর বয়সী এক গৃহবধুর ক্ষেত্রে।
advertisement

দুবরাজপুরের মেয়ে তথা গৃহবধূ মন্দিরা ভীমরাজকা সোমবার তার ৩২ তম জন্মদিন ঠিক এই ভাবেই ব্যতিক্রমী মনোভাব নিয়ে পালন করলেন। তিনি তার ৩২ তম জন্মদিন উপলক্ষে স্বামী এবং সন্তানকে নিয়ে পৌঁছে যান দুবরাজপুরের আদিবাসী গ্রাম মাজুড়িয়ায়। এছাড়াও ছিলেন তার আত্মীয়-স্বজন এবং বন্ধুবান্ধবরা। সকাল থেকে সেখানে পৌঁছে যাওয়ার পর নিজেরাই রান্নাবান্না করেন এবং কেক কাটা থেকে শুরু করে সমস্ত কিছু হয় ওই গ্রামে।

advertisement

আরও পড়ুনঃ সাইকেল চালিয়ে মহঃবাজারে শুট আউটের ঘটনায় ধৃত তিন

সবশেষে এলাকার প্রায় ৬০০ বাচ্চা ও বাসিন্দাদের পেটপুরে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এদিন খাবারের মেনুতে ছিল খিচুড়ি পাঁচ মিশালি টক এবং বোঁদে। নিজের জন্মদিন এইভাবে আদিবাসী গ্রামের পালন করার পরিকল্পনা কীভাবে এলো তা সম্পর্কে মন্দিরা ভীমরাজকা জানিয়েছেন, "অন্যান্য জায়গায় টাকা খরচ করার থেকে এই সকল মানুষগুলোকে একদিন পেটপুরে খাওয়াতে পেরে আমার ভালো লাগে।

advertisement

আরও পড়ুনঃ জাতীয় মহিলা ফুটবল দলকে ছাড়তে হল মাঠ! কারণটা কি?

যে কারণেই গত পাঁচ বছর ধরে এই ভাবেই জন্মদিন পালন করে আসছি। আমার মনে হয় প্রত্যেকের একটি করে স্পেশাল দিন এদের সঙ্গে কাটানো দরকার। যে কারণে আমার এদের সঙ্গে জন্মদিন পালন করতে ভালো লাগে। জন্মদিন হোক অথবা অন্য কোন অনুষ্ঠান, সেই সব ক্ষেত্রে সাধারণভাবে পালন করার পাশাপাশি এদের সঙ্গে পালন করলে এদেরও একটা দিন ভালো যায়।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: অভিনব জন্মদিন পালন গৃহবধুর! আদিবাসী গ্রামে কচিকাঁচাদের সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল