আরও পড়ুন: কমলা নাকি পাতি? জানেন এই লেবুর উপকারিতা কী? অনেক কম দামে বাংলাতেই পাবেন এই ফল!
গত এপ্রিল মাসে গুজরাত, দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে ক্যাম্প করে স্পেশ্যাল অলিম্পিকের জন্য খেলোয়াড় বাছাই করা হয়৷ তাতে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পৃথক ১৮ জনের দল গঠন করা হয়। সে রকম ১৮ জনের ফুটবল দলে স্থান পান এই জেলার মোট চারজন। এছাড়া বাকি খেলা মিলিয়ে মোট ১১ জন এই জেলা থেকে স্পেশ্যাল অলিম্পিকে বার্লিনের মাটিতে খেলতে যাওয়ার সুযোগ পেয়েছেন। তাতে খুশি জেলার আধিকারিক থেকে শুরু করে সাধারণ জেলাবাসী। আনন্দে আত্মহারা খেলোয়াড়দের পরিবার পরিজনরা।
advertisement
এই নিয়ে সিউড়ি ১ ব্লকের নগরী কাঁটাবুনির বাসিন্দা পাপিয়া মুর্মু বলেন, ‘‘খুব ভাল লাগছে। এর আগে আমি স্পেশ্যাল অলিম্পিকে আমেরিকা খেলতে গিয়েছিলাম। এবার জার্মানি যাওয়ার সুযোগ পেয়েছি।’’ নগরী এলাকার আরেক বাসিন্দা ইতি মালও ফুটবল দলে সুযোগ পেয়েছেন। তিনি বলেন, ‘‘দারুণ লাগছে। এই প্রথম সু্যোগ পেয়েছি। খুব ভাল ভাবে খেলাধুলো করার চেষ্টা করব।’’
Subhadip Pal