East Burdwan News: কমলা নাকি পাতি? জানেন এই লেবুর উপকারিতা কী? অনেক কম দামে বাংলাতেই পাবেন এই ফল!

Last Updated:

East Burdwan News: এই লেবু গাছের চারার দাম রাখা হয়েছে মাত্র ১১০ টাকা। কেউ যদি বেশি পরিমাণে চারা নেয় অথবা নার্সারিতে কেউ যদি নতুনভাবে বিক্রির জন্য নিতে চায়, তাহলে সেক্ষেত্রে দাম অনেকটাই কম পড়বে।

+
title=

পূর্ব বর্ধমান: এই লেবু এক নজরে দেখে আপনার কমলা লেবু মনে হলেও তা কিন্তু নয়। এই লেবু হচ্ছে এক ধরনের পাতি লেবু। এর রং এবং গন্ধ কমলা লেবুর মতো হলেও এটা পাতি লেবু। এই লেবুটি দক্ষিণের একটা প্রজাতি, অরেঞ্জ পাতি লেবু বলছেন। পূর্ব বর্ধমানের এক বেসরকারি সংস্থা এই লেবু গাছের চারা বিক্রি করছেন। তবে সাধারণ পাতি লেবু ছেড়ে আপনি কেনই বা কিনতে যাবেন এই অরেঞ্জ পাতি লেবুর গাছ? কী বলছেন এই সংস্থার মালিক রফিক।
তাঁর কথায়, এটি আসলে পাতি লেবু, যেটি দেখতে অরেঞ্জের মতো। অনেকে অরেঞ্জ পাতি লেবু বলেন। এর রং এবং গন্ধটাও একদম অরেঞ্জের মতো। কিন্তু বাকি বৈশিষ্ট্য পাতিলেবুর মতো। এটার আর একটা সুবিধা, কেউ যদি বাড়িতে গাছটি লাগান, অথবা ব্যবসার জন্য গাছ লাগাতে চান, তাহলে এই গাছ থেকে সারা বছর ফলন পাওয়া যাবে।
advertisement
advertisement
আরও জানা গিয়েছে, যদি আপনি এই লেবু গাছের চারা কেনেন, তাহলে যে গাছ আপনাকে দেওয়া হবে, সেই গাছে অলরেডি ফুল ধরে থাকবে এবং ফলও ধরে থাকবে। এই লেবু গাছের চারার দাম রাখা হয়েছে মাত্র ১১০ টাকা। কেউ যদি বেশি পরিমাণে চারা নেয় অথবা নার্সারিতে কেউ যদি নতুনভাবে বিক্রির জন্য নিতে চায়, তাহলে সেক্ষেত্রে দাম অনেকটাই কম পড়বে। পর্যাপ্ত পরিমাণে এই গাছের পরিচর্যা করা হলে সারা বছর ব্যাপক পরিমাণে ফলন পাওয়া যাবে।
advertisement
বর্তমানে বাজারে এই লেবুর চাহিদা ব্যাপক, তার দুটো কারণ আছে। এক অরেঞ্জের মতো দেখতে এবং অনেক বেশি পরিমাণে রস পাওয়া যায়। বিশেষ করে সরবতের জন্য এই লেবু খুবই ভাল। বাজারে অন্যান্য লেবুর তুলনায় এই লেবুর দামও বেশ খানিকটা বেশি। যে কোনও চাষি এই লেবু চাষ করে এক একটা লেবু পাঁচ টাকা পিস হিসেবে বাজারে বিক্রি করতে পারবেন। এই লেবু গাছের চারাটি তেলেঙ্গনার চারা।
advertisement
অন্যান্য চাষি এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে এই কোম্পানির মালিক বলেন, ‘‘অন্যান্য পাতি লেবুর তুলনায় এই লেবু গাছটা আমরা লাগাতে পারি তার কারণ এই লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং বি আছে। তাছাড়া সারা বছরই এই গাছ থেকে ফলন পাওয়া যাবে এবং দেখতেও একদম অরেঞ্জের মতো। বাড়িতে ব্যবহারের জন্য অথবা সরবত করে খাওয়ার জন্য অন্যান্য যত রকমের পাতি লেবু আছে তার থেকে এই লেবুর গুণ তুলনামূলক ভাবে অনেকটাই বেশি। এবং এই লেবুর আকার ও রসের পরিমাণ অনেক বেশি। বর্তমানে পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু জায়গায় এই লেবু চাষ হচ্ছে। এই গাছ যে কিনবে তাকে ফলন ধরা গাছ দেওয়া হবে অর্থাৎ চারা কেনার পর ফলনের জন্য তাকে অপেক্ষা করতে হবে না এবং সারা বছরই এই গাছ থেকে ফলন পাওয়া যাবে। যোগাযোগ -70018 25422
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Burdwan News: কমলা নাকি পাতি? জানেন এই লেবুর উপকারিতা কী? অনেক কম দামে বাংলাতেই পাবেন এই ফল!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement