পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোকা সুপার সাইক্লোনে পরিণত হয়েছে। উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে মায়ানমার ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে ল্যান্ডফল করবে আজ দুপুরে। ল্যান্ডফলের সময় মোকার গতিবেগ সর্বোচ্চ ২১০ কিলোমিটার অর্থাৎ চরম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়বে উপকূলে। বাংলাদেশের মায়ানমার সংলগ্ন টেকনাফ ও মহেশখালীর মধ্যে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে।
এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের যা গতিমুখ, তাতে বাংলাদেশের মহেশখালী ও টেকনাফের মধ্যে এটি স্থলভাগে প্রবেশ করবে। এর ফলে দক্ষিণ পূর্ব বাংলাদেশের কুলিয়াপালং, রত্নপালং, সোনারপাড়া, জালিয়াপালং, জাহাজপুড়া, মাদারবুনিয়া, বাহারছড়া, সেন্ট মার্টিনস দ্বীপ, টেকনাফ ও মহেশখালী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা, আবহাওয়া দফতর সূত্রে খবর।
মধ্য বঙ্গোপসাগরে চরম শক্তিশালী ঘূর্ণিঝড় সুপার সাইক্লোনে পরিণত হয়েছে। এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগর ও কিছুটা উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান। এটি পোর্ট ব্লেয়ার থেকে ৭৫০ কিলোমিটার উত্তর ও উত্তর পশ্চিমে-অবস্থান করছে। বাংলাদেশের কক্সবাজার থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান। এবং মায়ানমারের সিতওয়ে পোর্ট থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।
মোকা যত বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসছে, ততই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে পশ্চিমবঙ্গের উপকূলে। উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ লক্ষ করা যাচ্ছে। উপকূলে হালকা হওয়ার সম্ভাবনা। ঘূর্ণিঝড় মোকার সতর্কতায় রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নির্দেশ করা হয়েছে। মোকার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণেই এই নিষেধাজ্ঞা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায় এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় মোকার গতিবেগ হতে পারে রবিবারের মধ্যে।
রবিবার ১৪ মে ভোররাত আড়াইটে নাগাদ সুপার সাইক্লোনে পরিণত হয় ঘূর্ণিঝড় মোকা। সেই সময় এর সর্বোচ্চ গতিবেগ ছিল ২৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। সকাল সাড়ে পাঁচটায় ঘূর্ণিঝড় মোকার শক্তি কিছুটা কমে সর্বোচ্চ ২৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এরপর ঘূর্ণিঝড় মোকা চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বেলা ১১:৩০টাতেও মোকা চরম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই থাকবে ২১০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে।
রবিবার ১৪ মে দুপুরে ল্যান্ডফলের পর গতিবেগ ক্রমশ কমবে। আজ রবিবার বেলা সাড়ে পাঁচটা নাগাদ এর সর্বোচ্চ গতিবেগ কমে দাঁড়াবে ১৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়, যা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। রাতের মধ্যে শক্তি হারিয়ে মোকা গভীর নিম্নচাপে পরিণত হবে। রবিবার রাত সাড়ে এগারোটায় গভীর নিম্নচাপ হয়ে গতিবেগ থাকবে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।