চরম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ১৪ মে, রবিবার দুপুরে মায়ানমারের সিতওয়ে বন্দরের কাছাকাছি এটি ল্যান্ডফল করবে। সেই সময় এটি চরম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে থাকবে। গতিবেগ ২১০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। বাংলাদেশের কক্সবাজার. মহেশখালী, টেকনাফ, সেন্ট মার্টিনস দ্বীপ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
আজ উপকূলে মেঘলা আকাশ, হালকা বাতাস এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া জেলায়। সোমবার থেকে একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। পশ্চিমের জেলাগুলিতে ফের তাপপ্রবাহ এবং উপকূল ও পূর্ব দিকের জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫০ থেকে ৮৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে কলকাতা শহরে ২৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।