TRENDING:

Bankura News: রাতের অন্ধকারে চলল তাণ্ডব, মুহূর্তে তছনছ হয়ে গেল সব, হাড়হিম করা ঘটনায় আতঙ্ক

Last Updated:

Bankura News: রাতের অন্ধকারে বাঁকুড়ার প্রত্যন্ত এলাকায় চলল হাতির তাণ্ডব৷ তিন তিনটে পরিবারের বাসস্থান তছনছ হয়ে যায় ঘটনায়। একটা নয়, রাতের অন্ধকারে চড়াও হয় তিনটে দামাল দাঁতাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: রাতের অন্ধকারে বাঁকুড়ার প্রত্যন্ত এলাকায় চলল হাতির তাণ্ডব৷ তিন তিনটে পরিবারের বাসস্থান তছনছ হয়ে যায় ঘটনায়। একটা নয়, রাতের অন্ধকারে চড়াও হয় তিনটে দামাল দাঁতাল। এমনিতেই চাষের সমস্যা, তার মধ্যে এই দিন আনি দিন খাই মানুষগুলোর মাথার ছাদটাও বিপন্ন। বাঁকুড়া জেলায় এই ঘটনা নতুন নয়। পার্থিব সম্পত্তি নষ্ট, ফসল নষ্ট ছাড়াও হাতির তাণ্ডবে বহু মানুষকে প্রাণ হারাতে হয়েছে। বনদফতর নিজেদের কাজ করে চলেছে। তবে তিনটি অতিকায় হাতির সামনে সব শক্তিই অসহায় হয়ে পড়ে। সেরকম ঘটনাই ঘটল গঙ্গাজলঘাটি রেঞ্জের অন্তর্গত রামপুর গ্রাম।হাতির তাণ্ডবের জেরে গ্রামের বেশ কয়েকটি কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
advertisement

প্রতি বছর, প্রত্যেকটা মুহূর্ত বাঁকুড়া জেলার জঙ্গল লাগোয়া গ্রামের মানুষগুলো হাতির আতঙ্কে বাস করে। যেকোনও মুহূর্তে বুনো হাতি গ্রামে ঢুকে পড়ে তাণ্ডব চালাতেই পারে এই দুঃস্বপ্ন নিয়ে ঘুম ছুটে যায় গ্রামের মানুষগুলোর। সেই দুঃস্বপ্ন সত্যি হল রাতের অন্ধকারে। গ্রামবাসীদের সূত্রে খবর, তিনটি বুনো হাতি গ্রামে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায়, হাতির তান্ডবের জেরে গ্রামের বেশ কয়েকটি কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

advertisement

আরও পড়ুন- ‘ব্লাউজ খুলে শুধু ব্রা পরতে হবে’, অমিতাভের সঙ্গে শ্যুটিংয়ে মেজাজ হারান মাধুরী, পরের ঘটনা আরও ভয়ঙ্কর

আরও পড়ুন- ‘ইডি যেদিন ডাকবে আমি সেদিনই যাব’, প্রতারণার অভিযোগ উঠতেই মুখ খুললেন নুসরত

গ্রামবাসীদের একান্তের ক্ষোভ বন দফতরের উপরে। ‘চেষ্টা করছি’ এমনটাই দাবি বন আধিকারিকের। খাবারের সন্ধানে জঙ্গল লাগোয়া গ্রামে হাতি ঢুকে পড়ছে। রাতে ঘটে যাওয়া ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে বন দফতর, তবে সেটা হবে সরকারি নিয়ম মেনে পর্যালোচনা করে। বিট অফিসার অশোক কর্মকার জানান ‘যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ছবি তুলে পাঠালে সেগুলো আমরা পর্যালোচনা করে উপর মহলে পাঠালে, তারপর ক্ষতিপূরণ ধার্য্য হবে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: রাতের অন্ধকারে চলল তাণ্ডব, মুহূর্তে তছনছ হয়ে গেল সব, হাড়হিম করা ঘটনায় আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল