প্রতি বছর, প্রত্যেকটা মুহূর্ত বাঁকুড়া জেলার জঙ্গল লাগোয়া গ্রামের মানুষগুলো হাতির আতঙ্কে বাস করে। যেকোনও মুহূর্তে বুনো হাতি গ্রামে ঢুকে পড়ে তাণ্ডব চালাতেই পারে এই দুঃস্বপ্ন নিয়ে ঘুম ছুটে যায় গ্রামের মানুষগুলোর। সেই দুঃস্বপ্ন সত্যি হল রাতের অন্ধকারে। গ্রামবাসীদের সূত্রে খবর, তিনটি বুনো হাতি গ্রামে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায়, হাতির তান্ডবের জেরে গ্রামের বেশ কয়েকটি কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
advertisement
আরও পড়ুন- ‘ব্লাউজ খুলে শুধু ব্রা পরতে হবে’, অমিতাভের সঙ্গে শ্যুটিংয়ে মেজাজ হারান মাধুরী, পরের ঘটনা আরও ভয়ঙ্কর
আরও পড়ুন- ‘ইডি যেদিন ডাকবে আমি সেদিনই যাব’, প্রতারণার অভিযোগ উঠতেই মুখ খুললেন নুসরত
গ্রামবাসীদের একান্তের ক্ষোভ বন দফতরের উপরে। ‘চেষ্টা করছি’ এমনটাই দাবি বন আধিকারিকের। খাবারের সন্ধানে জঙ্গল লাগোয়া গ্রামে হাতি ঢুকে পড়ছে। রাতে ঘটে যাওয়া ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে বন দফতর, তবে সেটা হবে সরকারি নিয়ম মেনে পর্যালোচনা করে। বিট অফিসার অশোক কর্মকার জানান ‘যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ছবি তুলে পাঠালে সেগুলো আমরা পর্যালোচনা করে উপর মহলে পাঠালে, তারপর ক্ষতিপূরণ ধার্য্য হবে।’
নীলাঞ্জন ব্যানার্জী