আরও পড়ুন: ফরাসি শাসন থেকে স্বাধীনতা আন্দোলন, চন্দননগরের ইতিহাস ঠাঁই পেল কলেজ মিউজিয়ামে
দিনটা ছিল ৬ ডিসেম্বর, ২০২২ সালের এক শীতের বিকেল। দুর্গাপুর ব্যারেজের কাছে ট্রাফিক সামলাতে ব্যস্ত ছিলে সিভিক ভলেন্টিয়ার সুব্রত শিট ও প্রদীপ হাজরা। শীতের বিকেল ছিল কুয়াশায় ভরা। হঠাৎ দামোদরের জলে কিছু একটা পড়ার শব্দ শুনতে পান তাঁরা। উঁকি মেরে যা দেখেন তাতে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। ব্যারেজের উপর থেকে দামোদরের জলে ঝাঁপ দিয়েছেন এক বৃদ্ধা। দেরি না করে তখনই জলে ঝাঁপিয়ে পড়েন প্রদীপ আর সুব্রত। হিম শীতল দামোদরে সাঁতরে শেষ পর্যন্ত ওই বৃদ্ধাকে জীবিত অবস্থায় উদ্ধার করেছিলেন এই দুই সিভিক ভলেন্টিয়ার। অথচ এই ঘটনায় তাঁদের নিজেদেরই প্রাণ সংশয় হতে পারত।
advertisement
সেই সাহকিতার সরকারি স্বীকৃতি পেলেন দুই সিভিক ভলেন্টিয়ার। বাঁকুড়ার পুলিশ সুপারের হাত থেকে রক্ষা সাহসিকতার পুরস্কারের পাশাপাশি পেলেন নগদ অর্থ। এই ঘটনা সিভিক ভলেন্টিয়ারদের বিষয়ে সাধারণ মানুষের বিরূপ মনোভাব অনেকটাই দূর করবে বলে আশা পুলিশ কর্তাদের।
নীলাঞ্জন ব্যানার্জী






