TRENDING:

Bankura News: রেলস্টেশন প্ল্যাটফর্মে আসতে চলেছে নতুন এই সুবিধা! স্বস্তির নিশ্বাস যাত্রীদের

Last Updated:

Bankura News: বাঁকুড়ার স্থানীয় জনৈক পিঙ্কেশ ঠাক্কার গত ২০১৮ সাল থেকে আবেদন করেছিলেন র‍্যাম্পের জন্য। কারণ বাঁকুড়া জেলা থেকে চিকিৎসা করাতে দক্ষিণ ভারতে যাতায়াত করেন অনেক মানুষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: অনেকদিনের চাহিদা পূরণ হতে চলেছে এবার বাঁকুড়া জংশনে। অবশেষে তিন তিনটে লিফট বসতে চলেছে স্টেশনে। বাঁকুড়া জংশনে দিয়ে প্রতিদিন যাতায়াত হাজার হাজার মানুষের। কেউ যাচ্ছেন কাজে, কেউ যাচ্ছেন ডাক্তার দেখাতে আবার কেউ যাচ্ছেন প্রিয়জনের সঙ্গে দেখা করতে। রবি থেকে শনি সবসময় ভরপুর থাকে এই বাঁকুড়া স্টেশন। বহু দিন ধরেই বাঁকুড়ার মানুষের দাবি ছিল লিফটের। অবশেষে তৈরি হচ্ছে সেই লিফট।
advertisement

বাঁকুড়া জংশনের তরফে জানানো হয়েছে, দু'টি লিফটের কাজ মোটামুটি শেষ এবং একটি লিফট আপাতত নির্মীয়মাণ। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা দুলাল কুন্ডু জানান, রোগীদের জন্য এই উদ্যোগ অত্যন্ত সুবিধাজনক।

আরও পড়ুন: ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ী, চোখের পলকে ভয়ানক কাণ্ড মালদহে!

আরও পড়ুন: নদীর ধার থেকে ছুটে পালাচ্ছেন বাসিন্দারা! এ কী অবস্থা সুন্দরবনের, আতঙ্ক চারদিকে

advertisement

View More

বাঁকুড়ার স্থানীয় জনৈক পিঙ্কেশ ঠাক্কার গত ২০১৮ সাল থেকে আবেদন করেছিলেন র‍্যাম্পের জন্য। কারণ বাঁকুড়া জেলা থেকে চিকিৎসা করাতে দক্ষিণ ভারতে যাতায়াত করেন অনেক মানুষ। স্ট্রেচার এবং হুইল চেয়ার সমেত সিঁড়ি দিয়ে ওঠানামা করাতে অত্যন্ত কষ্ট করতে হত। তৎকালীন ডিআরএম এবং সাংসদ মুনমুন সেনকে ৭৬০ জনের স্বাক্ষরিত একটি আবেদন পত্র জমা দেন তিনি। প্রশাসনিক তরফে উল্লেখযোগ্য সাড়া না পাওয়ায় আবারও রিমাইন্ডার জমা করেন ২০২১ সালে।

advertisement

দীর্ঘ চার বছর পর বাঁকুড়া জংশনে লিফটের কাজ কিছুটা স্বস্তি এনে দেবে বাঁকুড়ার মানুষকে। ঠিকঠাকভাবে নিয়মিত পর্যবেক্ষণের অধীনে লিফট চলাচল করলেই উপকৃত হবে সাধারণ মানুষ, চিকিৎসা করতে যাওয়া রোগীরা।

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Nilanjan Banerjee

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: রেলস্টেশন প্ল্যাটফর্মে আসতে চলেছে নতুন এই সুবিধা! স্বস্তির নিশ্বাস যাত্রীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল