বৃহস্পতিবার প্রথম ভাষার পরীক্ষা শেষে বাড়ি ফেরার পর অসহ্য পেটের ব্যাথায় কাতরাতে থাকে ওই পড়ুয়া। প্রথমে রাইপুর ব্লক হাসপাতাল ও পরে সেখান থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। রাতেই বিভিন্ন ধরনের পরীক্ষার ব্যবস্থা করেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু পরের দিনই তো পরীক্ষা৷ তাহলে? অবশেষে মনের জোরে পড়ুয়া সিদ্ধান্ত নেয় হাসপাতালের শয্যায় বসেই পরীক্ষা দেবে সে।
advertisement
পরীক্ষার্থী দীপ দত্তের পরিবার সূত্রে জানানো হয়েছে, মণ্ডলকুলি নেতাজি বিদ্যাপীঠের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে রাইপুর গার্লস হাইস্কুলে। পরীক্ষার দিন প্রধান শিক্ষকের অনুরোধে মধ্যশিক্ষা পর্ষদ এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় হসপিটাল বেডে বসেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। পরীক্ষার পরেই তার অপারেশন হওয়ার কথা।
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
Location :
Kolkata,West Bengal
First Published :
February 25, 2023 8:50 AM IST