সেই ঘটনার পুনরাবৃত্তি আর যেন কোথাও না ঘটে সেই কথা মাথায় রেখে এই রাখি বন্ধন উৎসবের দিনে পাত্রসায়ের এলাকার টোটো চালকদের সচেতানামূলক বার্তার সঙ্গে রাখি উৎসব পালন করা হল। এদিন বাঁকুড়া পাত্রসায়ের থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যুৎ পাল এবং পুলিশ কর্মীরা টোটো চালকদের হাতে রাখি বেঁধে উৎসাহিত করেন।
advertisement
আরও পড়ুনঃ মাটির বাড়ির দেওয়াল ভেঙ্গে মৃত এক বৃদ্ধা
এবং থানার পক্ষ থেকে অনুরোধ জানানো হয় যাতে টোটো চালকরা সীমাবদ্ধ যাত্রী তাদের টোটোতে বহন করে। পাত্রসায়ের থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যুৎ পাল বলেন টোটো চালকদের সচেতন করতেই আজকের এই রাখি পূর্ণিমার দিনটিকে বেছে নেওয়া হলো জেলা পুলিশের পক্ষ থেকে।
আরও পড়ুনঃ বাড়িতে ফেলে দেওয়া সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাখী
একদিকে আমরা যেমন এলাকার সমস্ত টোটো চালকদের যাত্রী পরিবহনে সচেতন করলাম অপরদিকে ভাতৃত্বের মেলবন্ধন হিসাবে তাদের হাতে রাখি পরিয়ে দিলাম। টোটো চালক হারু দত্ত বলেন জেলা পুলিশের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। পাত্রসায়ের থানা এলাকার সমস্ত টোটো চালকদের একসঙ্গে একদিকে সচেতন করা অপরদিকে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করায় আমরা আনন্দিত।
Joyjiban Goswami