TRENDING:

Teen Age Love: বাড়ি থেকে পালিয়ে প্রেমের টানে বাঁকুড়া থেকে হরিদ্বারে কিশোরী, নবম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার পুলিশের

Last Updated:

Teen Age Love: ফেসবুকে তার সঙ্গে পরিচয় হয় ২২ বছর বয়সি অক্ষয় পালের। ভালবাসার টানে নবম শ্রেণীর ওই ছাত্রী হরিদ্বারের ট্রেনে চেপে বসে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া : ফেসবুকে পরিচয়, তারপর প্রেম, নাবালিকা প্রেমিকাকে অপহরণ করার অভিযোগে জেল হেফাজত প্রেমিকের।  অভিযোগ,  প্রেমের টানে বাঁকুড়ার শালতোড়া থেকে হরিদ্বার পাড়ি দেয় এক কিশোরী। ফেসবুকে তার সঙ্গে পরিচয় হয় ২২ বছর বয়সি অক্ষয় পালের। ভালবাসার টানে নবম শ্রেণীর ওই ছাত্রী হরিদ্বারের ট্রেনে চেপে বসে।
প্রেমের টানে হরিদ্বারে, শেষ রক্ষা হল না, বাড়ি ফেরালো পুলিশ
প্রেমের টানে হরিদ্বারে, শেষ রক্ষা হল না, বাড়ি ফেরালো পুলিশ
advertisement

কিন্তু শেষ রক্ষা হল না। শালতোড়া থানায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ ভিত্তিতে তদন্ত নেমে পুলিশ হরিদ্বার থেকে গ্রেফতার করল প্রেমিক অক্ষয়কে। আটক করা হল নাবালিকা ছাত্রীকেও।

দু বছরের ফেসবুকে প্রেমপর্ব চলার পর গত ২০ ফেব্রুয়ারি সকালবেলায় কোচিং ক্লাসে যাওয়ার নাম করে প্রথমে দামোদর নদ পেরিয়ে পশ্চিম বর্ধমানের বার্নপুর স্টেশনে পৌঁছয় ওই কিশোরী। সেখান থেকে ট্রেন ধরে আসানসোল, আবার আসানসোল থেকে ট্রেন ধরে প্রথমে উত্তরাখণ্ডের সাহারানপুর স্টেশন। অভিযোগ, সেখানেই দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমিক অক্ষয়ের সঙ্গে দেখা করে ছাত্রী। এরপর দুজনেই আবার ট্রেন ধরে হরিদ্বার জেলার বুগওলা থানার বানবালা গ্রামের প্রেমিক অক্ষয়ের দিদির ঠিকানায় পৌঁছয়।

advertisement

আরও পড়ুন :  বাড়ছে আতঙ্ক, অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত ১২০ জন শিশু ভর্তি পূর্ব বর্ধমান জেলা হাসপাতালে

View More

এদিকে বাঁকুড়ার শালতোড়ায় বাড়িতে তখন চিন্তার মেঘ। কোচিং ক্লাস থেকে বাড়ি ফেরেনি নবম শ্রেণীর ছাত্রী। চারিদিকে খোঁজ খোঁজ রব। খবর দেওয়া হল আত্মীয় স্বজনদের। কোথাও খোঁজ না পেয়ে অবশেষে থানার দ্বারস্থ ছাত্রীর বাবা। পরের দিন শালতোড়া থানায় মেয়ে নিখোঁজ বলে লিখিত অভিযোগ দায়ের করে পরিবার । অভিযোগ পেয়েই নড়ে চড়ে বসে শালতোড়া থানার পুলিশ। কিন্তু কোনও রকম হদিশ মিলছিল না হারিয়ে যাওয়া মেয়েটির পুলিশ।

advertisement

এরপর একটি ফেক ফেসবুক আইডির সন্ধান পায় পুলিশ। সেখান থেকেই সূত্র মেলে হরিদ্বারের একটি যুবকের। আর এতেই বাজিমাত। সাব ইন্সপেক্টর সুব্রত মন্ডলের নেতৃত্বে একজন লেডি অফিসার এবং  দুজন কনস্টেবল-সহ চারজনের দল রওনা দেয় হরিদ্বার এর উদ্দেশে। সেখানেই দীর্ঘ খোঁজাখুঁজির পর স্থানীয় বুগওলা থানার সহযোগিতায় অবশেষে খোঁজ মিলল মূর্তিমান প্রমিক প্রেমিকার।

advertisement

আরও পড়ুন :  সন্তান ৮ জন, ৮৭ বছর বয়সে জীবনে প্রথম বার লেখাপড়া শিখলেন ১৩ নাতিনাতনির এই ঠাকুমা

গা ঢাকা দিয়ে থাকা নাবালিকার ও তার প্রেমিককে গত ২৬ তারিখ হরিদ্বার জেলা কোর্টে ট্রানজিট রিমান্ডে পায় বাঁকুড়া শালতোড়া থানার পুলিশ। এরপর প্রেমিক অক্ষয় তার নাবালিকা প্রেমিকাকে সঙ্গে নিয়ে আবার ট্রনে উঠে পড়ে। বুধবারই বিকেলে এসে পৌঁছয় ঘরের মেয়ে ঘরে। বৃহস্পতিবার নাবালিকা মেয়েটির গোপন জবানবন্দি নেওয়া হয় বাঁকুড়া আদালতে। নাবালিকাকে অপহরণ করার দায়ে অক্ষয় কুমারের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

advertisement

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Teen Age Love: বাড়ি থেকে পালিয়ে প্রেমের টানে বাঁকুড়া থেকে হরিদ্বারে কিশোরী, নবম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার পুলিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল