Literacy Test: সন্তান ৮ জন, ৮৭ বছর বয়সে জীবনে প্রথম বার লেখাপড়া শিখলেন ১৩ নাতিনাতনির এই ঠাকুমা
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Literacy Test: সামাজিক নিয়মে বিয়ে হয়েছিল ১৮ বছর বয়সে। সাংসারিক জীবনে ৮ সন্তানের মা হয়েছেন। এখন তাঁর ১৩ জন নাতি নাতনি।
কায়রো : লেখাপড়া শুরুর জন্য বয়স কোনও বাধাই নয়। সেকথা প্রমাণ করলেন মিশরের জুবাইদা আবদেল আলি। ৮৭ বছর বয়সি এই বৃদ্ধা জীবনে প্রথম বার স্কুলে গেলেন। প্রাথমিক স্কুলে বসে নিজের নাতি নাতনিদের থেকেও ছোট বাচ্চাদের সঙ্গে পড়াশোনা করছেন তিনি। মিশরের নীলনদ বদ্বীপের প্রদেশের এই ছবিতে তাজ্জব নেটদুনিয়া। শৈশবেই পড়াশোনা শুরু করতে চেয়েছিলেন তিনি। কিন্তু বাধা দিয়েছিলেন বাবা। বলেছিলেন, তিনি কন্যাসন্তানকে পড়াবেন না। তার পর আর স্কুলে যাওয়া হয়নি জুবাইদার। সামাজিক নিয়মে বিয়ে হয়েছিল ১৮ বছর বয়সে। সাংসারিক জীবনে ৮ সন্তানের মা হয়েছেন। এখন তাঁর ১৩ জন নাতি নাতনি।
কিন্তু জীবনের শত টানাপড়েনেও লেখাপড়ার ইচ্ছে চলে যায়নি তাঁর মন থেকে। এমনকি, তিনি নিশ্চিত করেছেন যাতে তাঁর মেয়েরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়। ছেলেদের পাশাপাশি স্কুলে পাঠিয়েছেন মেয়েদেরও। যাতে মেয়েরা স্কুল থেকে বেরিয়ে গিয়ে পড়াশোনায় ফাঁকি না দেয়, তার জন্য জুবাইদা ছিলেন সদা সচেষ্ট। মেয়েদের স্কুলের সামনে বসে পড়তেন টুকিটাকি জিনিস নিয়ে। বিক্রি করে সামান্য উপার্জন হত। আবার স্কুলের দিকে থাকত নজরও।
advertisement
advertisement
Meet Zubaida Abd Elaal, an 87-year-old Egyptian grandmother who has learned to read and write pic.twitter.com/ZF7uJjCh4C
— Reuters (@Reuters) February 26, 2023
advertisement
অবশেষে জীবনের উপান্তে পৌঁছে পড়াশোনার সুযোগ পেলেন জুবাইদা। মিশর সরকারের উদ্যোগে নিরক্ষরতা দূরীকরণ প্রকল্পে তাঁর কাছে অক্ষরজ্ঞানের সুযোগ এল। এ বার আর এই সুযোগ হাতছাড়া নয়। গত বছর সেপ্টেম্বরে তিনি প্রথম বার স্কুলে যান। এই প্রকল্পে গত বছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মিশর জুড়ে মোট ৯ হাজার শিক্ষাকেন্দ্র চলেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2023 10:44 AM IST