পুলিশ সূত্রে জানা যায় বাঁকুড়ার ওন্দা থানার অন্তর্গত রামসাগরের এন্টনিবাগান এলাকায় দীর্ঘদিন ধরেই জুয়ার আসরের খবর আসছিল পুলিশের কাছে। রবিবার রাত্রি নাগাদ গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই দেরি না করে ওন্দা থানার পুলিশ এন্টনিবাগান এলাকায় জুয়ার আসরে অভিযান চালায়। সেই সময় জোয়ার বোর্ড চলছিল ।
আরও পড়ুনঃ দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানাতে বাঁকুড়ায় সভা
advertisement
তাই হাতেনাতে মেলে সাফল্য। জুয়ার আসর থেকে ২১ জন জুয়ারিকে গ্রেফতার করে পুলিশ। সেই জুয়ার আসরের বোর্ড থেকে উদ্ধার করা হয় চার প্যাকেট তাস, পাঁচটি খালি মদের বোতল , সাথে ২ লক্ষ ২৬ হাজার ৫৬৭ টাকা। জানা যায় ধৃত ২১ জন ব্যক্তির মধ্যে ১৯ জন ব্যক্তির বাড়ি বিষ্ণুপুর থানা এলাকায়, একজনের বাড়ি ওন্দা থানা এলাকায় এবং আরেকজনের বাড়ির সোনামুখী থানা এলাকায়।
আরও পড়ুনঃ আষাঢ়েও অধরা ভারি বৃষ্টির, মাথায় হাত চাষীদের, ঘাটতি ধান চাষে
ধৃতদের বিরুদ্ধে ওয়েষ্ট বেঙ্গল গ্যাম্বলিং এণ্ড প্রাইজ কম্পিটিশান অ্যাক্ট ১৯৫৭ আইনে মামলা রুজু করা হয়েছে।সোমবার ধৃত ২১ জন ব্যক্তিকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের তিন দিন জেল হেফাজতের নির্দেশ দেন। এইরকম ওন্দা থানা এলাকার আরো কোথাও এই ধরনের জুয়ার আসর রয়েছে কি না এই জুয়ার আসরে কোন চক্র তা ইতিমধ্যেই খতিয়ে দেখছে ওন্দা থানার পুলিশ।
Joyjiban Goswami