Bankura: দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানাতে বাঁকুড়ায় সভা

Last Updated:

এমনিই হয়ে যায়নি সবটা।প্রয়োজন ফুরানো থেকে প্রিয়জন হারানো। চাকরি ছেড়ে রাজনীতির মাটি কামড়ে ধরা। অনেক কাঠ খড় পুড়িয়ে তবে তিনি এবার পা রাখবেন রাইসিনা হিলসে।

+
title=

#বাঁকুড়া : এমনিই হয়ে যায়নি সবটা।প্রয়োজন ফুরানো থেকে প্রিয়জন হারানো। চাকরি ছেড়ে রাজনীতির মাটি কামড়ে ধরা। অনেক কাঠ খড় পুড়িয়ে তবে তিনি এবার পা রাখবেন রাইসিনা হিলসে। ফলপ্রকাশ তো হতে হয় তাই হয়েছে তার অনেক আগেই মানুষের উৎসাহই প্রমাণ করে দিয়েছিল দেশের পঞ্চদশতম এবং প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে চলছেন দ্রৌপদী মুর্ম্মু। এটা যেন খালি সময়ের অপেক্ষা ছিল। এই প্রথম আদিবাসী সমাজের কেউ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অভিষেক হতে চলেছেন। সোমবার তিনি শপথ গ্রহন করবেন। তার আগে বাঁকুড়া শহরের কাটজুড়িডাঙ্গায় দ্রৌপদী মুর্ম্মুকে 'অভিনন্দন' জানিয়ে মিছিল করলেন 'অল আদিবাসী সান্তাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে'র সদস্যরা।
এদিন আদিবাসী ছাত্র ছাত্রীদের ঐ সংগঠন মিছিল শেষে এক পথসভাতেও অংশ নেন। এদিনের এই মিছিলে অংশ নিয়ে ঐ সংগঠনের নেতা বিপ্লব সরেন বলেন, দীর্ঘ দিন আদিবাসী সমাজকে পদদলিত করে রাখা হয়েছিল।
আরও পড়ুনঃ  চার বছরের শিশুর হাতের জাদু! তবলা যেন কথা বলে!
আজ আমাদের আদিবাসী সমাজের প্রতিনিধি দ্রৌপদী মুর্ম্মু দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হতে চলেছেন। এই দিনটা সত্যিই গর্বের, আনন্দেরও। কোন রাজনৈতিক দল তাকে মনোনয়ন দিয়েছে তা বিচার্য নয়, দ্রৌপদী মুর্ম্মু আদিবাসী জনজাতির মানুষ এটাই বড় কথা বলে তিনি জানান।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শহর জুড়ে অশ্লীল বিজ্ঞাপনের হোর্ডিং! হোর্ডিং খুলল প্রশাসন
ঐ মিছিলে অংশ নেওয়া বরেন মুর্ম্মু, শিলি মুর্ম্মুরা বলেন, এতো দিন আমাদের সমাজ নানান বঞ্চনার শিকার। আর আজ সমস্ত বাধা দূর করে আমাদের সমাজের প্রতিনিধি রাষ্ট্রপতি। দ্রৌপদী মুর্ম্মু বর্তমান আদিবাসী ছাত্রসমাজের কাছে 'অনুপ্রেরণা' বলে তারা জানান।
advertisement
Joyjiban Goswami
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura: দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানাতে বাঁকুড়ায় সভা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement