Bankura News: আষাঢ়েও অধরা ভারি বৃষ্টির, মাথায় হাত চাষীদের, ঘাটতি ধান চাষে
- Published by:Ananya Chakraborty
Last Updated:
আষাঢ়ের শেষ লগ্নেও বাঁকুড়ায় ভারী বৃষ্টিপাত নেই।ফলে মাথায় হাত জেলার আমন চাষীদের।
#বাঁকুড়া : আষাঢ়ের শেষ লগ্নেও বাঁকুড়ায় ভারী বৃষ্টি নেই।ফলে মাথায় হাত জেলার আমন চাষীদের। বৃষ্টির অভাবে বিঘার পর বিঘা জমিতে ধান পোঁতার কাজ শুরুই করতে পারেন নি অনেক চাষীরা। জেলার কৃষি দপ্তরের হিসেব অনুযায়ী জেলায় এবার আমন চাষে ধান রোপনে ব্যপক ঘাটতি রয়েছে।অঙ্কের হিসেবে গত বছর যেখানে ১৪ হাজার ৭৩৮ হেক্টর জমিতে ধান রোয়ার কাজ শেষ হয়ে গিয়েছিল। সেখানে এবার আজ পর্যন্ত মাত্র ৩৫৭ হেক্টর জমিতে আমন ধান রোয়ার কাজ শেষ করতে পেরেছেন জেলার চাষীরা।এই বিশাল ঘাটতির কারণ ভারী বর্ষনের অভাব।
এবার বর্ষার শুরু থেকেই বাঁকুড়ায় বৃষ্টির টান।আষাঢ় শেষ হতে চললেও ঝেঁপে বৃষ্টি জেলার কোথাও হয়নি এবার। ফলে ব্লকে,ব্লকে ধান চাষ ব্যহত হচ্ছে। জেলায় জুলাই মাসের বৃষ্টিপাতেও বিশাল ঘাটতি রয়েছে।জেলায় জুলাই মাসের বৃষ্টি পাতের স্বাভাবিক গড় যেখানে ২৯৯.৮মিমি সেখানে এপর্যন্ত বৃষ্টি পাতের হার মাত্র ৭৫ মিমি।তাই জুলাইয়ের বাকী দুই সপ্তাহে যদি দু,তিনটে ফেজে ভারী বৃষ্টি না পাওয়া যায়, তাহলে জেলায় এবছর আমন চাষ ব্যপক মার খাবে।
advertisement
Location :
First Published :
July 16, 2022 12:28 PM IST