TRENDING:

Bankura News: লোকাল ১৮ বাংলার খবরের জের, অনাথ বালক বালিকা পেল পড়াশোনার খরচ ও ভরসা

Last Updated:

জনপ্রিয় শিল্পী জুটির অনাথ দুই ছেলে মেয়ের জীবন যন্ত্রণায় মন গলেছে আসানসোলের রামকৃষ্ণ রায়ের। নিজের সাধ্য মত সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: লোকাল ১৮ বাংলার খবরের জেরে মা-বাবা হারা বালক-বালিকা পেল পড়াশোনার খরচ ও ভরসা। জনপ্রিয় শিল্পী জুটির অনাথ দুই শিশুর একমাত্র ভরসার জায়গা ছিল বৃদ্ধা ঠাকুমা। কিন্তু তার ক্ষমতা ছিল সীমিত। অভাবী সংসারে কোনমতে দুবেলা দুমুঠো খাবার জুটলেও জুটত না ভালো-মন্দ কিছু, এই নিয়ে কষ্ট ছিল বৃদ্ধা ঠাকুমার। ছোট্ট দুই নাতি-নাতনির মধ্যেও কষ্ট তিনি লক্ষ্য করতেন। কিন্তু ঠাকুমার কোনও উপায় ছিল না।
advertisement

সোশ্যাল মিডিয়া সহ লোকাল ১৮ বাংলার খবরের শিরোনামে উঠে আসে এক বৃদ্ধা ও দুই অনাথ বালক বালিকার জীবন যন্ত্রণার চিত্র। এই খবর নজরে আসে বেশ কিছু সহৃদয় ব্যক্তির। অবশেষে আজ আসানসোল থেকে বাঁকুড়ার ইন্দাসে ছুটে এলেন রামকৃষ্ণ রায়। তিনি তার সাধ্যমত পরিবারটি পাশে থাকার আশ্বাস দিলেন।

আরও পড়ুন ঃ হাতের কাজে মেলে না লাভ, হারিয়ে যাচ্ছে বাঁকুড়ার ঐতিহ্যবাহী এই শিল্প

advertisement

শুধু তাই নয় একটি সাইকেলের ছিল খুবই প্রয়োজন। নতুন সাইকেল উপহার দিলেন। বাড়িতে ইলেকট্রিক নেই, স্থানীয়দের সেটি ব্যবস্থা করতে বললেন, তার খরচ তিনি দেবেন। ইলেকট্রিক বিল ছাড়াও দুই বালক বালিকার পড়াশোনার জন্য দেবেন হাজার টাকা এবং বালক-বালিকার ঠাকুমার সংসার চালাবার জন্য হাজার টাকা তিনি প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন।

advertisement

View More

সংসারে আয় বলতে ছিল শুধু মাত্র বিধবা ভাতার হাজার টাকা, তাই দিয়ে তিনটি পেট সারা মাস কিভাবে চলে সেটা ভাবলেই অবাক হতে হয়। তারপরে ছিল নাতি-নাতির পড়াশোনা খরচ খরচা। দুর্বিষহ যন্ত্রণাময় জীবনে পৌঁছেছিলেন তিনি এবং তার নাতি-নাতনি। আসানসোল থেকে ছুটে এলেন রামকৃষ্ণ রায়। নিজের সাধ্য মত সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি। সত্যি মানুষ যে এখনো বিবেক মনুষ্যত্ব ও মানবিকতা হারিয়ে ফেলেনি তার একটি উজ্জল নিদর্শন আজকের এই ঘটনা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: লোকাল ১৮ বাংলার খবরের জের, অনাথ বালক বালিকা পেল পড়াশোনার খরচ ও ভরসা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল