TRENDING:

Madhyamik Exam 2023 Tips: মাধ্যমিক ইতিহাসের ২ নম্বরের প্রশ্নের উত্তর লেখার সঠিক উপায়

Last Updated:

বেশি লিখলে বেশি নম্বর, ইতিহাসে এই ভুল করলে পরিণতি মারাত্ম। ইতিহাসের জন্যে পর্ষদের কড়া নিয়ম কি? জেনে নিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাঁকুড়া: প্রতি বছরই বাঁকুড়া জিলা স্কুলের নাম মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হলেই শোনা যায়। কৃতী ছাত্রদের হাত ধরে বাঁকুড়া জেলায় উজ্জ্বল নাম বাঁকুড়া জিলা স্কুল। যাঁদের হাতে তৈরি হয়েছে এই কৃতি ছাত্ররা তাঁদেরই একজন ইতিহাস বিভাগের শিক্ষক সুকান্ত নন্দী খুব সহজেই বলে দিলেন ঠিক কিভাবে লিখতে হবে ২ নম্বরের প্রশ্নের উত্তর।
advertisement

মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো আছে যে মাধ্যমিক ইতিহাসের ২ নম্বরের প্রশ্নের উত্তর ২৫ টি শব্দের মধ্যে লিখতে হবে অর্থাৎ সর্বাধিক দুটি বা তিনটি বাক্য। ছাত্র ছাত্রীদের এক নাগাড়ে লিখে যাওয়ার একটা প্রবণতা থাকে, যেটা একদমই ঠিক নয়। তাই লাগাম ছাড়া উত্তর না লিখে ২ নম্বরের প্রশ্নকে মনে মনে দুটি অংশে বিভক্ত করে নিতে হবে।

advertisement

আরও পড়ুন -  কেলেঙ্কারির একশেষ আর বলে কাকে! মদ্যপান করে স্ত্রীকে অশ্রাব্য গালাগালি, ছুঁড়ে মারলেন প্যান

আরও পড়ুন - ৫ ফেব্রুয়ারি হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন বিশদে!

View More

তাই প্রথম বাক্যে একটা ছোট্ট ভূমিকা লিখতে হবে যেমন, "সিপাহী বিদ্রোহের এলাকা গুলি হল" তারপর নিচে পয়েন্ট করে জায়গার নাম লিখতে হবে। এইভাবে লিখলেই পাওয়া যাবে পুরো দুই নম্বর। যদি মনে কোনো শঙ্কা থাকে তাহলে আরও একটি যথার্থ বাক্য লিখে উত্তরটি সম্পূর্ণ করতে হবে। সর্বমোট সর্বোচ্চ তিনটি বাক্য লেখা যাবে।

advertisement

১) পর্ষদের নিয়ম অনুযায়ী সর্বাধিক দুটি বা তিনটি বাক্যে উত্তর লিখতে হবে।

২) ২৫ টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে।

৩) ২ নম্বরের প্রশ্নকে মনে মনে দুটি অংশে বিভক্ত করে নিতে হবে।

৪) একটি ভূমিকা সূচক বাক্য লিখে শুরু করতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Nilanjan Banerjee

advertisement

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Madhyamik Exam 2023 Tips: মাধ্যমিক ইতিহাসের ২ নম্বরের প্রশ্নের উত্তর লেখার সঠিক উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল