আগেকার দিনে গ্রামে গঞ্জে বিয়ের অনুষ্ঠান থাকলেই হাত পা ঠাণ্ডা হয়ে থাকত পরিবার পরিজনের। ভয় ছিল ডাকাতির। সেই ভয়েই সমস্ত ইন্দ্রিয় সজাগ রেখে পাহারা দিত লোকজন। কিন্তু এই বিয়ে বাড়িতে ভয় ডাকাতির নয়। এই ভয় এমন ভয় যে পাঁঠার মাংসের লোভে রাতের অন্ধকারে বিয়ে বাড়ি গেলেই হতে পারে যন্ত্রণাদায়ক মৃত্যু। পাশের ঘন জঙ্গল থেকে বেড়িয়ে আসতে পারে এক পাল বিশালাকায় যমদূত। হ্যাঁ, একদম ঠিকই ধরেছেন , হাতির ভয়ে বিয়েবাড়ি সুনসান। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বেলিয়াতোর থানার অন্তর্গত কদমা গ্রামের। হাতির থেকে মেয়ের বিয়েকে রক্ষা করতে বাঁকুড়ার পরিবার ছুটল বনদফতরে।
advertisement
আরও পড়ুন : বিশ্বের চতুর্থ ধনী তারকা শাহরুখের মোট সম্পত্তি কত! তাঁর কেনা মহার্ঘ্যতম জিনিস কী
হাতি যদি থ্যানোস হয় তাহলে বীর বিক্রম বনকর্মীরা সাক্ষাৎ আয়রনম্যান। বিয়ে আটকাতে কেউ পারবে না। হাতির পালের সামনেও পিছু পা হচ্ছে না বনবিভাগ। ভাল ভাবে বিনা আতঙ্কে বিয়ে সম্পন্ন করতে বদ্ধপরিকর তারা। সঙ্গে সাহায্য করছে পুলিশ প্রশাসন। হাতির হানার জেরে বেশ কয়েকদিন ধরেই জেরবার হয়ে রয়েছে বেলিয়াতোড়। হাতি ও সাধারণ মানুষের মধ্যে দুর্ভেদ্য দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে বনবিভাগ এবং পুলিশ প্রশাসন।