আগামী ৫ই সেপ্টেম্বর দিল্লীর বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম্মর হাত থেকে এই সম্মান পাওয়ার কথা বুদ্ধদেব বাবুর। আর এই কথা শোনার মাত্রই স্কুলের মধ্যে যেন এক আনন্দের পরিবেশ। অতি সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে প্রকাশিত ঘোষণা অনুযায়ী সারা দেশে ৪৬ জন শিক্ষক এই সম্মাণ পাচ্ছেন, আর এরাজ্য থেকে শুধুমাত্র নাম রয়েছে জয়পুর প্রাথমিক বিদ্যালয়ের বুদ্ধদেব দত্তের।
advertisement
আরও পড়ুন Murshidabad News: রক্তের সঙ্কটের মাঝেই হাসপাতালের বাইরে পড়ে আছে রক্তের প্যাকেট!
এই জয়পুর প্রাথমিক বিদ্যালয় থেকেই বুদ্ধদেব বাবু এক সময় পড়াশোনা করেছেন। তবে সেসব এখন অতীত। বর্তমানে তিনি এই স্কুলের শিক্ষক। স্বাভাবিকভাবেই এই স্কুলের প্রতি আলাদা একটা 'আবেগ' জড়িয়ে আছে তাঁর। বুদ্ধদেব বাবুর স্কুলের শ্রেণীকক্ষে বই খাতা ছাড়াই অনায়াসে পঠন পাঠন সম্ভব, এমনই পরিকাঠামো তৈরি করা হয়েছে। শ্রেণীকক্ষের ভিতরে ও বাইরে পাঠোপযোগী ছবি ও ছড়ার ভাবনা এই শিক্ষকেরই। খেলার ছলে এবং হাসিমুখে মেটান ছাত্র-ছাত্রীদের সমস্ত আবদার।
প্রসঙ্গত, শিক্ষক বুদ্ধদেব দত্ত ইতিপূর্বে ২০২০ সালে রাজ্য সরকার প্রদত্ত 'শিক্ষা রত্ন' সম্মাণে সম্মানিত হয়েছেন। চলতি বছরে 'জাতীয় শিক্ষকে'র সম্মাণ প্রাপ্তির খবরে খুশীর হাওয়া জয়পুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র, ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে।
আরও পড়ুন Birbhum News: কৌশিকী অমাবস্যায় প্রত্যাশা অনুযায়ী ভিড় হল না তারাপীঠে, কারণ কী?
স্কুলের প্রধান শিক্ষক, বুদ্ধদেব দত্তের সহকর্মী উজ্জ্বল কুমার পরামানিক বলেন, আমরা প্রত্যেকেই ভীষণ খুশি। বুদ্ধদেব বাবুর এই সম্মান প্রাপ্তির পর তাঁদের দায়িত্ব আরও বেড়ে গেল বলে তিনি জানান।
খুশী শিক্ষক বুদ্ধদেব দত্তের স্ত্রী রীতা দত্ত। তিনি বলেন, এই মুহূর্তটা স্বপ্নের মতো। দীর্ঘ দিনের লালিত স্বপ্ন পূরণ হল। তবে ঠিক কতোটা খুশী ভাষায় প্রকাশ 'অসম্ভব' বলেই তিনি জানিয়েছেন।
আরও পড়ুন Murshidabad News: সাঁতার না জানার মাসুল, ছোট ছোট ২ শিশুসহ ১ নাবালকের ভয়ঙ্কর মৃত্যু
শিক্ষক বুদ্ধদেব দত্ত বলেন, বিগত ১৫ বছরের শিক্ষকতা জীবনে অবিস্মরণীয় মুহূর্ত। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের চিঠি পেয়েছি। দেশের রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় শিক্ষকের পূরস্কার গ্রহণ করব ভাবলেই রোমাঞ্চিত হচ্ছি। তবে তাঁর এই সাফল্যের পিছনে বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রী, অভিভাবক, সহকর্মী, শিক্ষা দপ্তরের আধিকারিক সবার সমান ভূমিকা আছে বলে তিনি জানান।
এক সময় জয়পুর প্রাথমিক স্কুলের ছাত্র এবং বর্তমানে ওই স্কুলের শিক্ষক বুদ্ধবাবুর হাতে কখন রাষ্ট্রপতি জাতীয় শিক্ষকের সম্মান তুলে দেন সেই দিকেই তাকিয়ে জয়পুরবাসী।
জয়জীবন গোস্বামী