TRENDING:

Bankura Weather: এখনও সকালে শীতের অনুভূতি, তবে কি কামব্যাক করবে শীত? যা বলছে হাওয়া অফিস

Last Updated:

Bankura Weather: ভোর ৬টা ৬ বেজে সূর্যোদয় হলেও আকাশ মুখ গোমড়া করে আছে। বেলার দিক করে আবার উজ্জ্বল হবে আকাশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: রাজ্যজুড়ে শীতের দাদাগিরি কমেছে। আজ ১১ ফেব্রুয়ারি অনেকটাই ঠাণ্ডা কম অনুভূত হচ্ছে। তবুও একটা কথা বলতেই হয় যে দক্ষিণবঙ্গে অন্যান্য জেলার তুলনায় বাঁকুড়া জেলায় তাপমাত্রা কম। এখনও রাত থেকে ভোর বেলা পর্যন্ত বোঝা যাচ্ছে শীতের আমেজ। সকালবেলা থেকে নেই নেই করে বাঁকুড়া শহর গায়ে দিয়েছে গরম পোশাক। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রী সেলসিয়াস যা গতকালের তুলনায় ২ ডিগ্রি কম। ভোর ৬টা ৬ বেজে সূর্যোদয় হলেও আকাশ মুখ গোমড়া করে আছে। বেলার দিক করে আবার উজ্জ্বল হবে আকাশ।
advertisement

যাইহোক এখনও রাতের দিক থেকে শীত শীত ভাব ভালই অনুভূত হচ্ছে বাঁকুড়া জেলায়। চায়ের দোকানের সামনে সকাল থেকেই যেন গোটা শহর এসে গরম চায়ে চুমুক দিতে অপেক্ষা করছে। অন্যদিকে ছোট্ট ছোট্ট বাচ্চারা সোয়েটার টুপি পরে ঘুম চোখে মর্নিং স্কুল করতে যাচ্ছে। বিগত কয়েকদিন ধরে চলছে এক অদ্ভুত নাটকীয়তা । বেলা বাড়লেই গিরগিটির মত রং বদলাচ্ছে বাঁকুড়ার আবহাওয়া। ভোর বেলা শীত আর বেলার দিকে গরম। আজও তার ব্যাতিক্রম হবে না বলেই জানা যাচ্ছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আগামী কাল আরও বৃদ্ধি পাবে তাপমাত্রা এমনটাই অনুমান।

advertisement

আরও পড়ুন: তৃণমূলের দুই প্রার্থীর পরাজয়, হারাল তৃণমূলই, সঙ্গী বিজেপি! বাঁকুড়ায় এ কী কাণ্ড

একটু পর থেকেই সূর্য রশ্মি তীক্ষ্ণ ভাবে পড়বে বাঁকুড়ার ওপর কিন্তু অতিবেগুনি রশ্মির পরিমাণ আজ কম থাকবে। থাকছে না বৃষ্টির পূর্বাভাসও। গোটা ভারতবর্ষে বায়ুর গুণগত মান হ্রাস পেয়েছে, বাঁকুড়া তার ব্যাতিক্রম নয়। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ৭ টা , সূচক বলছে বাঁকুড়ার বায়ু যথেষ্ট দূষিত এবং তার মান ১৯৫।

advertisement

View More

আরও পড়ুন: 'সুমন ড্যামেজ কন্ট্রোলে' শুভেন্দুর উত্তর-অভিযান, অশনি সংকেত দেখছে বিজেপি!

সারাদিন দক্ষিণ পূর্ব দিকে ৫ কিমি বেগে বাতাস বইবে ও তার সঙ্গে আদ্রতা থাকবে ৭০ শতাংশ। দক্ষিণবঙ্গে শীতের অস্তিত্ব এখনও বর্তমান বাঁকুড়া জেলায়। তাই আসন্ন উইকেন্ড এ বাঁকুড়া হতেই পারে আপনার ডেস্টিনেশন। তাই আর দেরী না করে শীতের শেষ ইনিংস শেষ হওয়ার আগে এক এক করে শেষ করে ফেলুন শীতের চেকলিস্ট কারণ এক লহমায় শীত এবার প্রস্থান করবে নিশ্চিত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাতের ছোঁয়ায় প্রাণ পাচ্ছে প্রতিমা! হাওড়ার স্কুল পড়ুয়ার বানানো মূর্তি দেখলে মুগ্ধ হবেন
আরও দেখুন

-----Nilanjan Banerjee

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura Weather: এখনও সকালে শীতের অনুভূতি, তবে কি কামব্যাক করবে শীত? যা বলছে হাওয়া অফিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল