Bengal Bjp: 'সুমন ড্যামেজ কন্ট্রোলে' শুভেন্দুর উত্তর-অভিযান, অশনি সংকেত দেখছে বিজেপি!
- Written by:ARUP DUTTA
- Published by:Suman Biswas
Last Updated:
Bengal Bjp: সুমনের দল বদলের দিনেই আলিপুরদুয়ারে গিয়ে দলীয় কর্মসূচি করার কথা ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল এর দল বদলের জেরে উত্তরবঙ্গে দলের ভাঙন ঠেকাতে জোয়াল কাঁধে তুলে নিলেন সেই শুভেন্দু অধিকারী। সম্প্রতি, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন সুমন। সুমনের দল বদলের দিনেই আলিপুর দুয়ারে গিয়ে দলীয় কর্মসূচি করার কথা ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ঘোষণা মতই শুক্রবার আলিপুরদুয়ারে যাচ্ছেন শুভেন্দু।
উত্তরবঙ্গে বিজেপির সব থেকে শক্ত ঘাঁটি বলে পরিচিত জেলার নাম আলিপুরদুয়ার। গত ১৯ এর লোকসভা নির্বাচন ও ২১ এর বিধানসভা ভোটে জেলার ৭ টি আসনে নিরঙ্কুশ জয় পেয়েছিল বিজেপি। সেই আলিপুরদুয়ার আসন এখন হাতছাড়া বিজপির। শুধু তাই নয়, তৃণমূলের দাবি, শুধু আলিপুরদুয়ার নয়, উত্তরবঙ্গের অন্তত ১৩ বিধায়ক বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য ক্যামাক স্ট্রিটের দরজায় টোকা মারছে। যদিও, তৃণমূলের এই দাবিকে উড়িয়ে দিয়েছে বিজেপি। কিন্তু, বাস্তব এটাই, সুমনের দলত্যাগ উত্তরবঙ্গের বিজেপিতে কাঁপন ধরিয়ে দিয়েছে।
advertisement
সুমনের দলত্যাগের পরেই উত্তরবঙ্গের বিজেপি বিধায়কদের ক্ষোভ প্রকাশ্যে এসেছে। বিধায়কদের দাবি তাদের ক্ষোভের কথা শুনতে হবে। আলিপুরদুয়ারে দলের বর্তমান বিধায়কদের কেউ কেউ এখন বলছেন, সুমন চলে গিয়ে আমাদের মনের কথাটা বলে গেল। আমরা আগেও বলেছি, আমাদের কথা শুনুন। বিধায়ক হিসাবে কাজ করতে গিয়ে যে সমস্যা হচ্ছে তার সমাধান দরকার। কিন্তু, তখন দল বা নেতৃত্ব তাকে গুরুত্ব দেয় নি। যাইহোক, দেরিতে হলেও সুমনের দলত্যাগে দলের টনক নড়েছে। "
advertisement
advertisement
এদিকে, সুমনের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় অশনি সংকেত দেখছে বিজেপি। মুখে সুমনের দল বদলকে গুরুত্ব না দিলেও, ঘটনার পরেই শুভেন্দুর আলিপুরদুয়ারে গিয়ে দলীয় কর্মসূচি করার ঘোষণার মধ্যে সেটা স্পষ্ট।
গত রবিবার দল বদল করে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন সুমন। আর, শুক্রবার সেই আলিপুরদুয়ারে সুমনের বাড়ির একশো মিটার দূরে কার্যত 'নাকের ডগায়' মিছিল ও জনসভা করবেন শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গারা। শুক্রবারের সভার বিষয়ে জেলার বিধায়ক ও বিধানসভায় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেন, 'আমরা তৃণমূল ও রাজ্য সরকারের দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মিছিল করছি।' সুমনের দলত্যাগের পর তড়িঘড়ি বিজেপিকে কেন মিছিল ও সভা করতে হচ্ছে? এই প্রশ্নের সরসরি উত্তর এড়িয়ে গেলেও মনোজ বলেন, ''দলই সুমন কাঞ্জিলালকে বিধায়ক করেছিল। স্থানীয় মানুষ তৃণমূলের পরিবর্তে বিজেপিকে জয়ী করেছিল, সুমনকে দেখে নয়। বিধায়ক দল বদল করলেও, স্থানীয় মানুষ যে বিজেপির সঙ্গেই আছে, শুক্রবার আমরা তার প্রমাণ দেব।'
advertisement
আর, স্থানীয় বিধায়কের দল বদলকে গুরুত্ব না দিয়ে এলাকায় দলের শক্তিপ্রদর্শনে যখন ব্যাস্ত বিজেপি, তখন সদ্য তৃণমূলে যোগ দেওয়া সুমন ব্যাস্ত শনিবার কোচবিহারের অভিষেক বন্দোপাধ্যায়ের সভার আয়োজনে।
রাজনৈতিক মহলের মতে, সুমনের দল বদলের পর, উত্তরবঙ্গ বিজেপিতে ভাঙনের জল্পনা আরো বেড়েছে। শনিবার, মাথাভাঙায় অভিষেকের সভার আগে তাই তড়িঘড়ি ঘর সামলাতে ব্যাস্ত হয়ে পড়েছে বিজেপি। সামনেই পঞ্চায়েত ভোট। তারপরেই ২৪ এর মহারণ। সেই মহারণের আগে উত্তরবঙ্গে বিজেপির গড় ধরে রাখাই এখন শুভেন্দু ও রাজ্য বিজেপির সামনে বড় চ্যালেঞ্জ। সংসদের বাজেট অধিবেশনের জন্য রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বঙ্গ বিজেপি নেতাদের ঠিকানা এখন দিল্লি। তাই দেরি না করে আলিপুরদুয়ারে গিয়ে দল ও স্থানীয় মানুষকে আশ্বস্ত করার ভার নিজের কাঁধে তুলে নিতে হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 10, 2023 10:28 AM IST









