Bankura News: তৃণমূলের দুই প্রার্থীর পরাজয়, হারাল তৃণমূলই, সঙ্গী বিজেপি! বাঁকুড়ায় এ কী কাণ্ড

Last Updated:

Bankura News: মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফরে ঠিক ১ সপ্তাহ আগেই এই ধরনের হার এবং জোট গঠন যে কি ধরনের বার্তা বহন করবে সেটার প্রশ্ন উঠছে।

বাঁকুড়ায় এ কী ছকভাঙা কাণ্ড!
বাঁকুড়ায় এ কী ছকভাঙা কাণ্ড!
বাঁকুড়া : সম্পন্ন হল বাঁকুড়ার অন্যতম বাঁকুড়া খ্রিষ্টান কলেজিয়েট স্কুলের শিক্ষক প্রতিনিধি নির্বাচন। পরাজিত হয়েছেন তৃণমূল বাঁকুড়া শিক্ষা সেলের দুই প্রার্থী। জয় পরাজয় তো থাকবেই কিন্তু ধরা পড়েছে এক অদ্ভুত নাটকীয়তা। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির প্রার্থীর বিরুদ্ধে দলেরই ওয়ার্ড সভাপতি বিজেপির সঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়াই করেন এবং জয়লাভ করেন। মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফরে ঠিক ১ সপ্তাহ আগেই এই ধরনের হার এবং জোট গঠন যে কি ধরনের বার্তা বহন করবে সেটার প্রশ্ন উঠছে।
বৃহস্পতিবার বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুলের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির স্কুল ইউনিটের সভাপতি  প্রসূন কুমার বন্দ্যোপাধ্যায় ও ইউনিটের অন্য সদস্য শ্রী তারাপ্রসন্ন চট্টোপাধ্যায় প্রার্থী ছিলেন। ভোটের ফলাফলে দেখা যাচ্ছে যে এই দুজন তৃণমূল প্রার্থীই পরাজিত হয়েছেন। তাঁদের বিরুদ্ধে বাঁকুড়া শহরের এক নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি কেদারনাথ দে ও বিজেপি সমর্থক অমিত আলি প্রার্থী ছিলেন। তৃণমূল বিজেপির এই জোট পরাজিত করে দুই তৃণমূল প্রার্থীকেই। গোষ্ঠী দ্বন্দ্ব নতুন কোন বিষয় নয়। রাজ্যজুড়ে তার দৃষ্টান্ত বহু কিন্তু এখন একটি বিশেষ প্রশ্নের মুখে সন্মুখীন হয়েছে বাঁকুড়া বাসী।
advertisement
advertisement
প্রশ্নটা বুঝতে গেলে পিছিয়ে যেতে হবে এক বছর, এক বছর আগে বাঁকুড়া শহরের পৌরসভা নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে সেই দলেরই প্রাক্তন পৌর উপপ্রধান শ্রী দিলীপ আগরওয়াল মহাশয় প্রার্থী হন এবং ১৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে তৎকালীন কাউন্সিলর অনন্যা রায় চক্রবর্তী নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ান। কিন্তু ফলস্বরূপ তখন দেখা যায় যে নির্বাচনের পূর্বেই তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন তৃণমূল দল তাদেরকে বহিষ্কার করে দৃষ্টান্ত তৈরি করা হয়।
advertisement
এখন প্রশ্ন একটাই, বর্তমানে বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুলের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে তৃণমূল দলের বিরুদ্ধে ১ নং ওয়ার্ডের তৃণমূল সভাপতি কেদারনাথ দের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেবে তৃণমূল দল? প্রশ্ন উঠেছে বাঁকুড়ার সাধারণ মানুষের মনে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়া সফরের ঠিক ১ সপ্তাহ আগে এই ঘটনা ঠিক কি ধরনের বার্তা বহন করবে তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে।
advertisement
----Nilanjan Banerjee
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: তৃণমূলের দুই প্রার্থীর পরাজয়, হারাল তৃণমূলই, সঙ্গী বিজেপি! বাঁকুড়ায় এ কী কাণ্ড
Next Article
advertisement
West Bengal Weather Forecast: ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
  • ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে

  • দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement