আপনি যদি নোট বিক্রি করতে চান তাহলে আপনাকে প্রথমে ইবে (ebay.in), অথবা কুইকার কিংবা ইন্ডিয়ামার্ট ওয়েবসাইটে যেতে হবে। বিক্রেতা হিসেবে সেখানে আপনাকে সাইন ইন করতে হবে। এই নোটের ছবি আপনি যখন আপলোড করবেন ইবে আপনার সেটিকে বিজ্ঞাপন হিসেবে গ্রহণ করবে। আর এর পরিবর্তে আপনার দেওয়া এই বিজ্ঞাপন এই ওয়েবসাইট ইচ্ছুক ক্রেতাদের কাছে পৌঁছে দেবে। এরপরই আপনার সাথে ক্রেতারা ডাইরেক্ট কন্টাক্ট করবে সেই নোট কেনার জন্য।