TRENDING:

Bankura News: আদিবাসী শিশুদের জন্য এক দশকের বেশি সময় ধরে চলে আসছে ফ্রী কোচিং সেন্টার

Last Updated:

বিনা খরচে শিক্ষিত হচ্ছে ১০৭ জন আদিবাসী শিশু

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ের পাদদেশ হাপানিয়া রামনাথপুর নামে একটি ছোট্ট গ্রাম আছে। এই গ্রামে আদিবাসী শিশুদের নিয়ে চলে আসছে  "মানুষ গড়ার কারখানা"। রামনাথপুর হাঁপানিয়া গ্রামের অধিবাসী বাবুনাথ টুডু ২০১২ সালে আদিবাসী বাচ্চাদের আধুনিক শিক্ষার আলোয় আলোকিত করতে তৈরি করেন মারাংবুরু চাচো মার্শাল আশ্রম। ২০০৫ সালে বাবুনাথ টুডুর স্ত্রী লক্ষ্মী টুডু 'গাইড মাদার' হিসেবে যোগদান করেন এই আশ্রমে।
advertisement

ছোট্ট ছোট্ট ১০৭ জন আদিবাসী শিশুদের নিয়ে তৈরি হয়েছে এই আশ্রম। শিক্ষার আলোর সংস্পর্শে এসে তাদের নির্ভেজাল চোখে দানা বেঁধেছে ভবিষ্যতের স্বপ্ন। ফুটবলার ,ক্রিকেটার থেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার, কোনও পেশাই আর অসম্ভব নয় এই আদিবাসী শিশুদের কাছে।

কিছু না থাকার মধ্যেও খুব সুন্দর করে সাজানো এই ছোট্ট আশ্রমটি। ছাত্র-ছাত্রীদের থাকার জন্য রয়েছে আলাদা-আলাদা ঘর। এই ঘরগুলিতেই শিক্ষিত হওয়ার খিদেতে একপ্রকার সংগ্রাম করে জীবনধারণ করছে  শিশুগুলি। শীতের শীতল নিশ্বাস হোক বা গ্রীষ্মের উগ্র দাবদাহ, এই আদিবাসী শিশুদের সঙ্গেই বসবাস করেন বাবুনাথ টুডু এবং লক্ষী টুডু।

advertisement

এক দশকেরও বেশি সময় ধরে বাবুনাথ টুডু ও তাঁর স্ত্রী লক্ষী টুডু দাঁতে দাঁত চেপে চালিয়ে যাচ্ছেন এক অসম্ভব অভিযান। অজুহাত দিয়ে নয়, অদম্য ইচ্ছার সঙ্গে তৈরি করছেন মানুষের মত মানুষ। আদিবাসী শিশুদের 'না পাওয়াগুলো পাওয়াতে রূপান্তরিত করতে তাঁরা বেছে নিয়েছেন শিক্ষার রাস্তা। মারাং বুরু চাচো মার্শাল আশ্রম থেকে শিক্ষিত হয়ে বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছেন বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী। বাবুনাথ টুডু এবং লক্ষ্মী টুডুর কাছে বোধ হয় এটাই সবচেয়ে বড় পাওয়া।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

Nilanjan Banerjee

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: আদিবাসী শিশুদের জন্য এক দশকের বেশি সময় ধরে চলে আসছে ফ্রী কোচিং সেন্টার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল