যা দেখে কাজ শিকেয় উঠে যায় শ্রমিকদের। এতগুলো হাতি একসঙ্গে দেখতে ছুটে আসেন সকলে। বন দফতরের কর্মীরা না আসায় হাতিগুলিকে অন্যত্র চলে যেতে সাহায্য করে। হাতিগুলি চলে গেলে কাজে যোগদান করে শ্রমিকরা। কিন্তু এলাকায় চাপা আতঙ্ক এখনও রয়েছে। এদিকে সকাল থেকেই আলিপুরদুয়ার জেলায় হাতির হানায় ক্ষতিগ্রস্ত আলু ক্ষেত। চিন্তিত কৃষকরা। ঘটনাটি ঘটেছে এদিন ভোরে পশ্চিম মাদারিহাট এলাকায়।
advertisement
আরও পড়ুনঃ বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি বক্সা ব্যাঘ্র প্রকল্পের অস্থায়ী কর্মীদের
গতকাল গভীর রাতে ১৮ থেকে ২০ টি হাতির দল পশ্চিম মাদারিহাট এলাকায় প্রবেশ করে হাতির দল। এলাকার বাসিন্দা আলিমুল হকের তিন বিঘা জমির আলু ক্ষেত নষ্ট করে দেয়। এলাকার এক কৃষক জানান, চোখের সামনে হাতি এসে ক্ষেত নষ্ট করে গেল। বনদফতরের কর্মীরা এলো।কিন্তু হাতি যেদিকে সেদিকে না গিয়ে অন্য দিকে খুঁজছিল। এভাবে চলতে থাকলে কৃষিকাজ ছেড়ে দিতে হবে বলে জানানো হয়েছে।
Annanya Dey