প্রথমে সুপরি গাছ ভাঙতে শুরু করে বুনো হাতিটি। তারপর শ্রমিকদের ঘরের দিকে এগিয়ে চলে সেটি। জানা যায় শুক্রবার ভোর সকালে বুনো হাতি মধু চা বাগানে প্রবেশ করে । বুনো হাতিটি প্রথমে এলাকার বাসিন্দা কিশুন ওরাঁও ঘরে হানা দেয়। সেই ঘরের বেড়া ভেঙে দেয়। পরবর্তীতে বুনো হাতিটি শিবানি ওরাঁও এর বাড়িতে হানা দেয়। ঘর ভেঙে ফেলার পাশাপাশি তার রান্নাঘরেও হানা দেয়।
advertisement
কোনওরকম ঘর থেকে বেড়িয়ে প্রাণে রক্ষা পান শিবানি। তিনি দুর থেকে দেখেন রান্নাঘরে রাখা রুটি, ডাল, সব্জী খেয়ে চলে যাচ্ছে হাতিটি। পরবর্তীতে বিরশু খড়িয়ার দোকানে হানা দিয়ে দোকান ভেঙে দেয় হাতিটি। শিবানি জানান, বাগানে কাজ করতে যান তাই ভোর তিনটের সময় ঘুম থেকে উঠে রান্না করেন। সেই খাবার বাগানে নিয়ে যান।ভোরে হাতি এসে খাবার খেয়ে নিল। এদিন বাগানে আর খাবার নিয়ে যেতে পারেননি তিনি।
advertisement
Annanya Dey
Location :
First Published :
December 31, 2022 2:25 PM IST