TRENDING:

Alipurduar News: মধু বাগানে হাতি হানা দিয়ে খেয়ে গেল ডাল, রুটি!

Last Updated:

বুনো হাতির তাণ্ডবের কথা অজানা নয়। তবে হাতি এসে ঘরে তাণ্ডব চালিয়ে রুটি, ডাল খেয়ে যাওয়ার ঘটনায় তাজ্জব মধু বাগানের সকলে। শুক্রবার ভোরে বক্সার জঙ্গল থেকে একটি বুনো হাতি ঢুকে যায় মধু চা বাগান এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : বুনো হাতির তাণ্ডবের কথা অজানা নয়। তবে হাতি এসে ঘরে তাণ্ডব চালিয়ে রুটি, ডাল খেয়ে যাওয়ার ঘটনায় তাজ্জব মধু বাগানের সকলে। শুক্রবার ভোরে বক্সার জঙ্গল থেকে একটি বুনো হাতি ঢুকে যায় মধু চা বাগান এলাকায়। হাতির আওয়াজ শুনেই ভয়ে তটস্থ হয়ে যায় চা বাগানের বাসিন্দারা। ঘর থেকে বের হননি কেউই।কারণ হাতির হানায় মৃত্যুর ঘটনা সম্প্রতি ঘটেছে বিভিন্ন স্থানে। হাতির মুখে পড়ে প্রাণ খোয়াতে রাজি না কেউই। হাতি এসে তাণ্ডব শুরু করে মধু চা বাগান এলাকায়।
advertisement

প্রথমে সুপরি গাছ ভাঙতে শুরু করে বুনো হাতিটি। তারপর শ্রমিকদের ঘরের দিকে এগিয়ে চলে সেটি। জানা যায় শুক্রবার ভোর সকালে বুনো হাতি মধু চা বাগানে প্রবেশ করে । বুনো হাতিটি প্রথমে এলাকার বাসিন্দা কিশুন ওরাঁও ঘরে হানা দেয়। সেই ঘরের বেড়া ভেঙে দেয়। পরবর্তীতে বুনো হাতিটি শিবানি ওরাঁও এর বাড়িতে হানা দেয়। ঘর ভেঙে ফেলার পাশাপাশি তার রান্নাঘরেও হানা দেয়।

advertisement

কোনওরকম ঘর থেকে বেড়িয়ে প্রাণে রক্ষা পান শিবানি। তিনি দুর থেকে দেখেন রান্নাঘরে রাখা রুটি, ডাল, সব্জী খেয়ে চলে যাচ্ছে হাতিটি। পরবর্তীতে বিরশু খড়িয়ার দোকানে হানা দিয়ে দোকান ভেঙে দেয় হাতিটি। শিবানি জানান, বাগানে কাজ করতে যান তাই ভোর তিনটের সময় ঘুম থেকে উঠে রান্না করেন। সেই খাবার বাগানে নিয়ে যান।ভোরে হাতি এসে খাবার খেয়ে নিল। এদিন বাগানে আর খাবার নিয়ে যেতে পারেননি তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: মধু বাগানে হাতি হানা দিয়ে খেয়ে গেল ডাল, রুটি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল