TRENDING:

Alipurduar News: বাইসনের তাণ্ডবে অতিষ্ঠ সাঁতালির মানুষ

Last Updated:

বাইসনের দৌড়দৌড়িতে এলাকার সুপুরি বাগান, সেগুন বাগানের ব্যাপক ক্ষতি হয়। বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাড়িঘর ছেড়ে রাস্তায় চলে আসেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: বাইসনের তাণ্ডবে প্রাণ ওষ্ঠাগত সাঁতালি এলাকার মানুষের। পরিস্থিতি এমনই যে বাড়ির বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। এই সমস্যার আশু সমাধানও দেখা যাচ্ছে না। কারণ বক্সার জঙ্গল নাকি জলদাপাড়ার জঙ্গল থেকে বাইসন সাঁতালি এলাকায় প্রবেশ করছে তা এখনও বুঝে উঠতে পারছেন না বনকর্মীরা। ফলে বাইসনের হানা ঠেকানোর বিশেষ কোনও কার্যকরী ব্যবস্থা নেওয়া এখনও পর্যন্ত সম্ভব হয়নি।
advertisement

আরও পড়ুন: ১০ বছরেও মেটেনি মসজিদ বাটির সমস্যা, গরমে বেছে বেছে জল পাচ্ছেন শাসকদলের নেতারা!

শনিবার বিকেল থেকেই আবার একটি বাইসনকে এই এলাকায় ঘুরতে দেখা গিয়েছে। ঠিক সন্ধের মুখে দেখা যায় দুটি বাইসন এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। বিপদ আঁচ করে স্থানীয় বাসিন্দারা বন দফতরের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জ অফিসে খবর দেয়। ঘটনাস্থলে এসে পৌঁছন বনকর্মীরা। পাশাপাশি পানামোবাইল রেঞ্জ, কোদালবস্তি রেঞ্জ, মন্থরাম বিট ও জলদাপাড়া রেঞ্জের বনকর্মীরাও এলাকায় এসে উপস্থিত হন। রাতের বাইসন দুটিকে পূর্ব সাঁতালির সুপুরি বাগানের ভিতর দৌড়তে দেখা যায়। এরপর বাইসন দুটি মেন্দাবাড়ি এলাকায় ঢুকে পড়ে। একটি বাইসন শালবাড়ি এলাকার একটি সুপুরি বাগানে ১৫ মিনিটের মতো দৌড়ে একটি জঙ্গলে ঢুকে পড়ে।

advertisement

View More

এই পরিস্থিতিতে রাতের অন্ধকারে বাইসন ধরতে ঘুম উড়ে যায় বনকর্মীদের। রবিবার ফের একটি বাইসন জঙ্গল থেকে সাঁতালি এলাকায় প্রবেশ করে। তার দৌড়াদৌড়িতে এলাকার সুপুরি বাগান, সেগুন বাগানের ব্যাপক ক্ষতি হয়। বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাড়িঘর ছেড়ে রাস্তায় চলে আসেন। এরপর ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে বাইসন দুটিকে কাবু করে বনকর্মীরা। এরপর তাদের জলদাপাড়ার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এতে সমস্যার সাময়িক সমাধান হলেও কী করলে বাইসনের তাণ্ডব থেকে বাঁচা যাবে তা বুঝতে পারছেন না এলাকার মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাঠের ফ্রেম তৈরির ব্যবসায় অঢেল আয়ের সুযোগ! রোজ হতে পারে ৩-৪ হাজার টাকা লাভ
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বাইসনের তাণ্ডবে অতিষ্ঠ সাঁতালির মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল