South 24 Parganas News: ১০ বছরেও মেটেনি মসজিদ বাটির সমস্যা, গরমে বেছে বেছে জল পাচ্ছেন শাসকদলের নেতারা!

Last Updated:

সজিদ বাটিতে গিয়ে দেখা গেল সেখানকার প্রতিটি নলকূপ অকেজো হয়ে পড়ে আছে। গ্রামবাসীদের অভিযোগ, বারবার স্থানীয় পঞ্চায়েতকে নলকূপ সারানোর কথা বললেও কোনরকম উদ্যোগ নেওয়া হয়নি।

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: তীব্র গরম করতেই জলসঙ্কট দেখা দিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। জলস্তর নেমে যাওয়ায় বহু জায়গায় নলকূপ থেকে জল উঠছে না। আবার অনেক জায়গায় বাড়িতে বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে জলের সংযোগ থাকলেও মাঝখানে পাইপ ফেটে যাওয়া বা রিজার্ভারের সংস্কার না হওয়ায় এই গরমে জল পাওয়া যাচ্ছে না। সেই একই অবস্থা গোসাবার মসজিদ বাটি এলাকায়। গত ১০ বছর ধরে এখানে পানীয় জলের সমস্যা ক্রমেই বেড়ে চলেছে। সমাধানের কোনরকম উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ গ্রামের মানুষ।
মসজিদ বাটিতে গিয়ে দেখা গেল সেখানকার প্রতিটি নলকূপ অকেজো হয়ে পড়ে আছে। গ্রামবাসীদের অভিযোগ, বারবার স্থানীয় পঞ্চায়েতকে নলকূপ সারানোর কথা বললেও কোনরকম উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এই তীব্র গরমে কয়েক কিলোমিটার দূর থেকে পানীয় জল আনতে হচ্ছে। এই অবস্থায় মসজিদ বাটি গ্রামের মানুষ আর‌ও একটি চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে। তাঁরা এই গরমে একফোঁটা জল না পেলেও জনস্বাস্থ্য কারিগরি দফতরের ট্যাঙ্কের জলের সাহায্যে গ্রামের শাসক দল ঘনিষ্ঠরা চাষের জমিতে জলসেচ করছেন।
advertisement
advertisement
পঞ্চায়েতের তরফে বেছে বেছে পঞ্চায়েত সদস্য ও শাসকদলের নেতাদের বাড়ির সামনে জলের ড্রাম বসানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ, অন্যান্য এলাকায় জনসঙ্কট দেখা দিলে সেখানে জল ভর্তি ট্যাঙ্কার পাঠিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে প্রশাসন। কিন্তু তাঁদের এলাকায় বেছে বেছে শাসকদলের নেতাদের জল দেওয়া হচ্ছে, বাকিরা জল না পেয়ে প্রবল কষ্টে দিন কাটাচ্ছেন। এই অবস্থায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে গ্রামের মানুষ।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ১০ বছরেও মেটেনি মসজিদ বাটির সমস্যা, গরমে বেছে বেছে জল পাচ্ছেন শাসকদলের নেতারা!
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement