North 24 Parganas News: জেলবন্দি ছেলের মৃত্যুর পর কেটে গিয়েছে পাঁচ দিন, এখন দেহ পেল না পরিবার

Last Updated:

গত পাঁচদিনের দৌড়ঝাঁপে চোখের জল শুকিয়ে গিয়েছে মৃত রাজা লোহারের বাবার। তাঁর এখন একটাই প্রার্থনা, ছেলের শেষ কাজটুকু করতে দেওয়া হোক।

উত্তর ২৪ পরগনা: জেলবন্ধি ছেলের মৃত্যুর পর কেটে গিয়েছে পাঁচ দিন, এখনও দেহ হাতে পেল না পরিবার। মাদক বিক্রির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন রাজা লোহার। বারাসত আদালত তাঁর ১৪ দিনের জেলে হেফাজতের নির্দেশ দেয়। এরপর তাঁকে দমদম সেন্ট্রাল জেলে রাখা হয়। সেখানে অসুস্থ হয়ে পড়লে ওই ব্যক্তিকে আরজিকর মেডিকেল কলেজে ভর্তি করে জেল কর্তৃপক্ষ। সেখানেই মৃত্যু হয়। তারপর পাঁচ দিন পেরিয়ে গেলেও কখনও দমদম থানা তো কখনও দমদম সেন্ট্রাল জেল দৌড়ে বেড়াচ্ছেন পরিবারের সদস্যরা। আবার কখনও বারাসত থানায় হাজিরা দিতে হচ্ছে। কিন্তু মৃতের দেহ এখনও সৎকারের জন্য পরিবারের কাছে এসে পৌঁছল না।
গত পাঁচদিনের দৌড়ঝাঁপে চোখের জল শুকিয়ে গিয়েছে মৃত রাজা লোহারের বাবার। তাঁর এখন একটাই প্রার্থনা, ছেলের শেষ কাজটুকু করতে দেওয়া হোক। প্রশাসনের কাছে হাতজোড় করে তিনি মৃত সন্তানের দেহ ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন। এদিকে পুলিশ সূত্রে বলা হয়েছে, কোনও জেলবন্দির মৃত্যু হলে স্পেশাল ময়না তদন্ত করা হয়। কিন্তু তিনি না থাকায় এবং শুরুতে জেলের নথিতে রাজা লোহারের বাবার নাম ভুল থাকার কারণে দেহ পরিবারের হাতে তুলে দিতে দেরি হচ্ছে।
advertisement
advertisement
এইসব আইনি মারপ্যাঁচের ফলে মৃতের পরিবার যে প্রবল ভোগান্তির সম্মুখীন হচ্ছে তা বলাই বাহুল্য। বিষয়টি অমানবিক বলে প্রশাসনের বিরুদ্ধে ইতিমধ্যেই সুর চরাতে শুরু করেছে বিরোধীরা। মৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত সন্তানের দেহ ফিরে না পেলে তাঁরা প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন।
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: জেলবন্দি ছেলের মৃত্যুর পর কেটে গিয়েছে পাঁচ দিন, এখন দেহ পেল না পরিবার
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement