খবর শুনে তিনি বাজারে ছুটে আসেন কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে।আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে দোকানের সব কিছু।পুজোর মুখে দোকান ভস্মীভূত হয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন ব্যবসায়ীরা।পুজো উপলক্ষ্যে কাপড়ের দোকানে নতুন কাপড় কিছু এনেছিলেন অপর এক ব্যবসায়ী।বিক্রির আগেই সব শেষ হয়ে গেল বলে জানান তিনি। স্থানীয়দের অনুমান শর্ট সার্কিটের কারণে এই পরিস্থিতি হতে পারে। এত বড় ক্ষতি সত্যি মেনে নেওয়া যায় না।
advertisement
আরও পড়ুনঃ চরম বিপদে মানুষ! ফালাকাটায় জাতীয় সড়কের উপর দিয়ে জলের স্রোত!
গত সাতমাস আগে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফালাকাটায়। গভীর রাতে উমাচরণপুর এলাকায় আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় বলরাম রায় চৌধুরী এবং মদন রায় চৌধুরী নামে দুই ভাইয়ের তিনটি দোকান এবং গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলস্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী এক ব্যক্তি বিয়ের নিমন্ত্রণ খেয়ে ফিরছিলেন তারা। সেইসময় প্রথম আগুন দেখতে পান। আশেপাশে এবং ব্যবসায়ীর বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়।
আরও পড়ুনঃ 'ক্লিন জয়গাঁ' মিশন একমাত্র লক্ষ্য জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির, শুরু পাইলট প্রোজেক্ট
খবর পেয়ে ফালাকাটা এবং জয়গাঁ থেকে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় এবং দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও দমকল দেরিতে পৌঁছোনোয় ক্ষোভ ছড়ায় এলাকাবাসীর মধ্যে। শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছিল। জানা গিয়েছে,সেসময় অগ্নিকাণ্ডে ৩০ লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়েছিল।
Annanya Dey