সোমবার সকালে হঠাৎই কামাখ্যাগুড়ি ১ পঞ্চায়েতের তেলিপাড়র সুজন দেবনাথের বাড়িতে আগুন লাগে। সেই সময় বাড়িতে পরিবারের কোনও সদস্য ছিল না। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ফিরে আসেন বাড়ির গৃহকর্তী। তিনি বাইরে থেকেই ছিটে বেড়ার বাড়ি জ্বলতে দেখে প্রতিবেশীদের সাহায্য চেয়ে তীব্র চিৎকার করেন। শুনতে পেয়েই ছুটে আসে সবাই। দমকলকে খবর দেওয়ার পাশাপাশি যে যেভাবে পারেন জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু নেভার বদলে আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। প্রতিবেশীরা জানান, তাঁরা আগুন নেভাতে এসে বাড়ির বিদ্যুতের তার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন।
advertisement
আরও পড়ুন: বেআইনি জলাভূমি ভরাটে কড়া পদক্ষেপ প্রশাসনে
পরে দমকলের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও বাড়িটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। কী করে এই আগুন লাগল তা তদন্ত করে দেখছে পুলিশ ও দমকল।
অনন্যা দে