Malda News: বেআইনি জলাভূমি ভরাটে কড়া পদক্ষেপ প্রশাসনে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
Last Updated:
ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নেতৃত্বে ব্লক মি সংস্কার দফতরের আধিকারিক রাজশ্রী মান্না সহ অন্যান্য কর্তারা এই পরিদর্শনে ছিলেন। চাতরা বিল সংলগ্ন এলাকার জলাভূমি ভরাটের এলাকাগুলি ঘুরে দেখেন।ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী, ২৯ নম্বর ওয়ার্ডের বাবুজি কলোনি এবং ২৫ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকা পরিদর্শন করে এই প্রতিনিধি দল।
মালদহ: নিয়ম বহির্ভূতভাবে একের পর এক জলাজমি ভরাট হচ্ছে মালদহ শহরে। এর ফলে ইংরেজবাজার পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের মানুষ সমস্যায় পড়েছেন। বিশেষত জল নিকাশি ব্যবস্থার সমস্যা সবচেয়ে প্রবল। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল পুরসভার কাছে। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে সোমবার ইংরেজবাজার পুরসভার ৩, ২৫ ও ২৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন পুর কর্তারা।
ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নেতৃত্বে ব্লক মি সংস্কার দফতরের আধিকারিক রাজশ্রী মান্না সহ অন্যান্য কর্তারা এই পরিদর্শনে ছিলেন। চাতরা বিল সংলগ্ন এলাকার জলাভূমি ভরাটের এলাকাগুলি ঘুরে দেখেন।ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী, ২৯ নম্বর ওয়ার্ডের বাবুজি কলোনি এবং ২৫ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকা পরিদর্শন করে এই প্রতিনিধি দল। ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, পুলিশ প্রশাসন এবং ভূমি সংস্কার দফতরের আধিকারিকদের নিয়ে যে সমস্ত ওয়ার্ডের জলাশয় ভরাট করা হচ্ছে তা পরিদর্শন করা হল। সমস্ত রিপোর্ট জেলাশাসকের হাতে তুলে দেওয়া হবে। এরপরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
advertisement
advertisement
পুরপ্রধান জানান, বহু এলাকায় নিয়ম না মেনে জলা জায়গা ভরাট করা হচ্ছে। এই বিষয়গুলি নিয়ে আমরা আগামীতে আইনত ব্যবস্থা নেব। মালদহ শহরের মালঞ্চপল্লী, বাবুজি কলোনি সহ বিভিন্ন এলাকায় বেআইনি জলাভূমি ভরাট করার ফলে বর্ষায় এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। এই বিষয়ে ইংরেজবাজার ব্লক ভূমি সংস্কার দফতরের আধিকারিক রাজশ্রী মান্না বলেন, আমরা এদিন গোটা এলাকা পরিদর্শন করলাম। কীভাবে জলাভূমি ভরাট বন্ধ করা যাবে সেই বিষয়ে আমরা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব। আগামীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
হরষিত সিংহ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2023 7:20 PM IST