TRENDING:

Alipurduar News: লাইব্রেরিয়ান নেই, একা নাইটগার্ড রক্ষা করেন আলিপুরদুয়ার গ্রন্থাগারের ১০ হাজার বই

Last Updated:

Alipurduar News: লাইব্রেরিতে ১০ হাজারের বেশি বই রয়েছে। বহু পড়ুয়া এই লাইব্রেরিতে আসেন। আলিপুরদুয়ার জেলা হওয়ার পরেও এটি জেলা লাইব্রেরির মর্যাদা পায়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: জেলা ঘোষণার পর নয় বছর কেটে গেলেও পরিবর্তন হয়নি অবস্থার। তার পরেও সরকারি গ্রন্থাগার একা হাতে সামলাচ্ছেন এক নাইটগার্ড। আলিপুরদুয়ারের অতিরিক্ত গ্রন্থাগারে নাইটগার্ড হয়েছেন অঘোষিত লাইব্রেরিয়ান।
advertisement

জেলা হওয়ার পরেও একই অবস্থা। ফলে বিপাকে পড়তে হয় লাইব্রেরিতে আসা পড়ুয়াদের।শুধু নামে অতিরিক্ত জেলা গ্রন্থাগার। এই খবর কানে আসতেই আলিপুরদুয়ার অতিরিক্ত জেলা গ্রন্থাগারে যান এডিএম শ্রুতিরঞ্জন মোহান্তি। তিনি এই প্রাচীন গ্রন্থাগারের সবকিছু খুঁটিয়ে দেখেন।কথা বলেন দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সঙ্গে।

আরও পড়ুন: 'ফিশচুলা ফেটে গিয়েছে', দিল্লি যাওয়ার আগেই শরীর 'খারাপ' অনুব্রতর! শুক্রে কী হবে, প্রবল জল্পনা

advertisement

আরও পড়ুন: বিজেপি বিধায়কের বাড়িতে টাকার পাহাড়, কোটি-কোটি টাকা উদ্ধার! ঘুষ নিচ্ছিল ছেলে

View More

এডিএম শ্রুতিরঞ্জন মোহান্তি বলেন, ''আলিপুরদুয়ার অতিরিক্ত জেলা গ্রন্থাগার একটি পুরনো গ্রন্থাগার। এখানে লাইব্রেরিয়ান নেই। চতুর্থ শ্রেণির কর্মীকে দিয়ে দায়িত্ব সামলানো হয়। অবিলম্বে এখানে একজন লাইব্রেরিয়ান নিয়োগের ব‍্যবস্থা করা হবে।''

advertisement

এই লাইব্রেরিতে ১০ হাজারের বেশি বই রয়েছে। বহু পড়ুয়া এই লাইব্রেরিতে আসেন। আলিপুরদুয়ার জেলা হওয়ার পরেও এটি জেলা লাইব্রেরির মর্যাদা পায়নি। যাতে এই গ্রন্থাগার সে মর্যাদা পায়, তার চেষ্টা করছে প্রশাসন।এখানে পানীয় জলের ব্যবস্থা নেই। সার্ভার রুম অকেজো হয়ে পড়ে রয়েছে। চতুর্থ শ্রেণির কর্মী তথা নাইট গার্ডকে দিয়ে লাইব্রেরি চালানো হচ্ছে। যদিও নাইট গার্ড কমল কার্জি জানান, তাঁর কাজ সামলাতে অসুবিধা হয় না। যাঁরা প্রতিদিন লাইব্রেরিতে আসেন, তাঁরাও বই খুঁজতে সহায়তা করেন। দায়িত্ব তো কাউকে নিতেই হত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: লাইব্রেরিয়ান নেই, একা নাইটগার্ড রক্ষা করেন আলিপুরদুয়ার গ্রন্থাগারের ১০ হাজার বই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল