TRENDING:

Alipurduar Dead Python: আলিপুরদুয়ারে অজগরের রহস্যমৃত্যু! সাপের দেহের পাশে ঝুড়ি-কাপড় কেন? তুমুল চাঞ্চল্য, চলছে ময়নাতদন্ত!

Last Updated:

Alipurduar Dead Python: সোমবার হ‍্যামিল্টনগঞ্জের বাসরা নদীর পাড়ে দেখা যায় একটি অজগরকে। সেটি নজরে আসতেই সামনে যান স্থানীয়রা। জীবিত কি মৃত তা স্থানীয়রা প্রথমে খতিয়ে দেখেছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: নদীতে ভেসে এসেছে অজগরের দেহ! চাঞ্চল‍্য ছড়াল হ‍্যামিল্টনগঞ্জ এলাকায়। কীভাবে মৃত‍্যু হল অজগরটির? খতিয়ে দেখছে বনদফতর।
অজগরের দেহ
অজগরের দেহ
advertisement

সোমবার হ‍্যামিল্টনগঞ্জের বাসরা নদীর পাড়ে দেখা যায় একটি অজগরকে। সেটি নজরে আসতেই সামনে যান স্থানীয়রা। জীবিত কি মৃত তা স্থানীয়রা প্রথমে খতিয়ে দেখেছিলেন। অজগরটি মৃত দেখেই খবর দেওয়া হয় হ‍্যামিল্টনগঞ্জ রেঞ্জ অফিসে।

আরও পড়ুন: দুর্গাপুজোও হার মানবে চাকদহের লক্ষ্মীপুজোর কাছে! বাংলাদেশের ঢাকাতেই এই পুজোর সূত্রপাত

ঘটনাস্থলে যান রেঞ্জ অফিসার অঙ্কণ নন্দী-সহ বনকর্মীরা। অজগরের দেহটি উদ্ধার করেন তাঁরা। অজগরটি ৬ ফুট লম্বা। রেঞ্জ অফিসার অঙ্কণ নন্দী জানান, ভারী বর্ষা চলাকালীন এটি জলে ভেসে গিয়েছিল। গভীর জলে পাথরের ধাক্কা খেয়ে হয়তো মৃত‍্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর সবটা জানা যাবে।

advertisement

এই মুহূর্তে সেটিকে পাঠিয়ে দেওয়া হয়েছে রাজাভাতখাওয়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে। অজগরটির গায়ে একটি কাপড় জড়ানো ছিল। পাশে একটি ঝুড়ি মিলেছে। অজগরটির মৃত‍্যু নিয়ে ধোঁয়াশা কাটাতে ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar Dead Python: আলিপুরদুয়ারে অজগরের রহস্যমৃত্যু! সাপের দেহের পাশে ঝুড়ি-কাপড় কেন? তুমুল চাঞ্চল্য, চলছে ময়নাতদন্ত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল