রায়মাটাং চা বাগানের অবসরপ্রাপ্ত শ্রমিক ভুবন ছেত্রি, মদন তামাংরা গ্র্যাচুইটির টাকার অপেক্ষা করছেন চাতক পাখির মত। প্রত্যেকেরই বয়স ৭০ পেরিয়েছে। যদিও ভুবন ছেত্রি, মদন তামাংরা যাদের সঙ্গে অবসর নিয়েছিলেন রায়মাটাং চা বাগান থেকে, তাঁদের বেশিরভাগই আজ জীবিত নেই। গ্র্যাচুইটির টাকা না পেয়ে অসহনীয় কষ্ট সহ্য করেই তাঁরা প্রয়াত হন। এই বিষয়ে ভুবন ছেত্রি জানান, অবসর নেওয়ার পর পিএফ-এর টাকা পেয়েছেন। কিন্তু গ্র্যাচুইটির টাকার জন্য প্রতিদিন চা বাগানের ম্যানেজারের কাছে গেলেও কোনও লাভ হয়নি। মাঝে আবার নতুন ম্যানেজার আসায় সমস্যা বেড়েছে। ভুবনের অভিযোগ, নতুন ম্যানেজারকে কিছু জিঞ্জেস করলেই তিনি বলেন, নতুন এসেছেন তাই কিছু জানেন না।
advertisement
আরও পড়ুন: সুন্দরবনের স্কুলে জাতীয় বিজ্ঞান দিবসের অনুষ্ঠান
এই অবসরপ্রাপ্ত চা শ্রমিকদের এখন প্রশ্ন, তবে কি গ্র্যাচুইটির টাকা জমা দেয়নি বাগান কর্তৃপক্ষ? আর যদি দিয়ে থাকে তবে কবে মিলবে সেই টাকা। তাঁরা মৃত্যুর আগে গ্র্যাচুইটির টাকা দেখে যেতে পারবেন তো! এমনই প্রশ্ন তুলছেন ভুবন-মদনরা।
অনন্যা দে