South 24 Parganas News: সুন্দরবনের স্কুলে জাতীয় বিজ্ঞান দিবসের অনুষ্ঠান
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
সেখানে বিজ্ঞান সম্মতভাবে কীভাবে নদীবাঁধ দিয়ে জলকে রোধ করা সম্ভব তা মডেল আকারে পড়ুয়াদের সামনে তুলে ধরা হয়। সেই সঙ্গে ম্যানগ্রোভ রক্ষার বিষয়টি উঠে এসেছে এই বিজ্ঞান কর্মশালায়।
দক্ষিণ ২৪ পরগনা: দেশজুড়ে মঙ্গলবার পালিত হচ্ছে জাতীয় বিজ্ঞান দিবস। পিছিয়ে নেই সুন্দরবনের স্কুলগুলিও। নগেন্দ্রপুর হেমন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এই উপলক্ষে এক বিজ্ঞান কর্মশালার আয়োজন করা হয়।
এই স্কুলটি বলতে গেলে নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত। সেখানে বিজ্ঞান সম্মতভাবে কীভাবে নদীবাঁধ দিয়ে জলকে রোধ করা সম্ভব তা মডেল আকারে পড়ুয়াদের সামনে তুলে ধরা হয়। সেই সঙ্গে ম্যানগ্রোভ রক্ষার বিষয়টি উঠে এসেছে এই বিজ্ঞান কর্মশালায়।
advertisement
advertisement
বিজ্ঞান কীভাবে সুন্দরবনের প্রত্যন্ত এলাকাকে বহি:বিশ্বের সঙ্গে যুক্ত রেখেছে, আধুনিক বিজ্ঞানের প্রভাবে কতটা উপকৃত হচ্ছে সাধারণ মানুষজন সেই বিষয়গুলিও তুলে ধরা হয় এই বিজ্ঞান কর্মশালায়। বিজ্ঞান কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়দিঘির বিধায়ক ডা: অলক জলদাতা। তিনি নিজে বিজ্ঞানের ছাত্র এবং পেশায় চিকিৎসক। তাই আধুনিক সমাজে বিজ্ঞানের প্রভাব সুন্দরভাবে ছাত্রছাত্রীদের বুঝিয়ে দেন।
advertisement
এই অনুষ্ঠান দেখতে গ্রামবাসীরাও হাজির ছিলেন। বিভিন্ন মডেল সহ একাধিক জিনিস সেখানে প্রদর্শন করা হয়।
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2023 8:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: সুন্দরবনের স্কুলে জাতীয় বিজ্ঞান দিবসের অনুষ্ঠান