West Medinipur News: নিজের 'পায়ে' দাঁড়াতে হস্তশিল্পে পারদর্শী হয়ে উঠছে বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েরা

Last Updated:

আবাসিক ও ডে কেয়ারের মাধ্যমে বিশেষভাবে সক্ষমদের নানান হস্তশিল্পের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দোলের আগে এই বিশেষভাবে সক্ষমরা তৈরি করছেন 'বসন্ত এসে গেছে' লেখা হার, কানের দুল।

+
title=

পশ্চিম মেদিনীপুর: ওরা খেলতে পারে। গান গাইতে পারে। ওরা স্বাভাবিক সমাজের মূল স্রোতেরই এক অংশ। তবে ওরা বিশেষভাবে সক্ষম। কিন্তু সময় এগোলেও আজও এই বিশেষভাবে সক্ষমদের অবহেলার চোখে দেখে সমাজ। আর তাই এই বিশেষ সক্ষমদের স্বনির্ভর করে তুলতে এগিয়ে এসেছে দাঁতন মানব কল্যাণ কেন্দ্র। শারীরিক দিক থেকে বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের প্রথাগত পড়াশোনার পাশাপাশি বিভিন্ন হস্তশিল্পের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
মানব কল্যাণ কেন্দ্রে আবাসিক ও ডে কেয়ারের মাধ্যমে বিশেষভাবে সক্ষমদের নানান হস্তশিল্পের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দোলের আগে এই বিশেষভাবে সক্ষমরা তৈরি করছেন 'বসন্ত এসে গেছে' লেখা হার, কানের দুল। এছাড়াও দেওয়ালে ঝোলানোর জন্য বিভিন্ন শৌখিন প্রাকৃতিক দৃশ্যের ফটো ফ্রেম। শুধু হাতে হাতে সহযোগিতা করছেন সেন্টারের শিক্ষক-শিক্ষিকারা। কেউ ছবি আঁকছে, কেউ রঙ করছে, কেউ ফ্রেম বানাচ্ছে। কারোর ঝোঁক জুয়েলারি বানানোয়।
advertisement
advertisement
এই বিষয়ে মানবকল্যাণ কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, স্বাভাবিক ছেলেমেয়েদের মতই শারীরিক কারণে বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েরা সমাজের‌ই মূল অংশ। তাঁরা যাতে পরবর্তীতে নিজের পায়ে দাঁড়াতে পারে, স্বাবলম্বী হতে পারে তাই এই বিশেষ এই উদ্যোগ।
advertisement
পড়াশোনার পাশাপাশি হস্তশিল্পের নানা কাজ করে খুশি এই বিশেষ সক্ষম ছেলেমেয়েরা। কেন্দ্রের এক প্রশিক্ষক জানান, ১৮ বছর পর এই কেন্দ্র থেকে যে যার বাড়ি ফিরে যাবে। ওদের তখন আর কেউ অবহেলা করতে পারবে না। ওরা যা শিখছে তা দিয়ে যথেষ্ট ভালোভাবে রোজগার করতে পারবে। সেই ভাবনা থেকেই এই প্রশিক্ষণ চলছে।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: নিজের 'পায়ে' দাঁড়াতে হস্তশিল্পে পারদর্শী হয়ে উঠছে বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েরা
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement