প্রতি বছর শীত শেষ হতে না হতেই চা পাতা তোলা শুরু করার অনুমতি দেওয়ার জন্য চা সংগঠনগুলি অনুরোধ শুরু করে চা পর্ষদকে। কিন্তু চলতি বছর সম্পূর্ণ উল্টো ছবি। চা পর্ষদ পাতা তোলার অনুমতি দিয়েছে। কিন্তু পাতার দেখা নেই চা গাছে।
আরও পড়ুন: স্বাধীনতা সংগ্রামীর নামে রাস্তা, অথচ তাঁকে কেউ চেনে না! সংশয় দূর করতে বসল মূর্তি
advertisement
বৃষ্টির অভাবে ফার্স্ট ফ্লাশ চা তৈরি হওয়াই এবার অনিশ্চিত হয়ে পড়েছে। এখন দিনের বেলায় তাপমাত্রা থাকছে ২৪ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস। রাতে আবার তাপমাত্রা অনেকটা কমে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাচ্ছে। এই তারতম্যের কারণে চা গাছে পাতা হচ্ছে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। চা গাছের বৃদ্ধি আবহাওয়া-নির্ভর। চা বিশেষজ্ঞদের মতে, গত কয়েক বছরে আবহাওয়া অনেকটাই বদলেছে। ফলে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করে এবার প্রচলিত চা চাষ পদ্ধতি বদলাতে হবে। না হলে চা শিল্প বাঁচানো সম্ভব নয়।গতবছর ১.২ মিমি বৃষ্টি হয়েছিল এই সময়। যার ফলে চা গাছের গোড়ায় জল জমে নতুন পাতা বেরিয়েছিল।এবছর বৃষ্টির পরিমাণ মাত্র ০.৬ মিমি। তাই গাছের গোড়াতে জল জমেনি। যার ফলে চা বাগানজুড়ে রুক্ষভাব লক্ষ্য করা যাচ্ছে।
অনন্যা দে