Alipurduar News: স্বাধীনতা সংগ্রামীর নামে রাস্তা, অথচ তাঁকে কেউ চেনে না! সংশয় দূর করতে বসল মূর্তি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
আলিপুরদুয়ারের নতুন প্রজন্ম প্রয়াত স্বাধীনতা সংগ্রামী দেবেন্দ্রনাথ দাসকে চেনে না। অথচ তাঁর নামেই আছে রাস্তা। তাই নতুন প্রজন্মের সংশয় দূর করতে বসানো হল প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর মূর্তি
আলিপুরদুয়ার: দেবেনবাবুর চৌপথি চেনেন সকলেই। কিন্তু কে এই দেবেন বাবু? আজ আর এই প্রশ্নের উত্তর দিতে পারেন না আলিপুরদুয়ারবাসীদের অধিকাংশ। সেই দেবেনবাবুকে চেনাতেই অবশেষে চৌপথিতে বসল এই স্বাধীনতা সংগ্রামীর মূর্তি।
আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়িতে আছে দেবেনবাবুর চৌপথি। দেবেনবাবু হলেন স্বাধীনতা সংগ্রামী দেবেন্দ্র নাথ দাস (রাভা)। তাঁরই পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন হল দেবেনবাবুর চৌপথি-তে। এরফলে দেবেনবাবু কে তা জানতে পারবেন আলিপুরদুয়ারের বর্তমান প্রজন্ম।
advertisement
স্বাধীনতা আন্দোলনে আলিপুরদুয়ার জেলায় যারা ইংরেজদের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনে নেমেছিলেন, তাঁদের মধ্যে অগ্রভাগে ছিলেন এই দেবেনবাবু। কুমারগ্রাম থানায় বিখ্যাত তারকাঁটা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। তারকাঁটা আন্দোলনের গুরুত্ব ইতিহাসে অপরিসীম।
advertisement
এই এলাকার শিক্ষা প্রসারে তাঁর অবদান অনস্বীকার্য। পাশাপাশি স্থানীয় রাভা ও মেচ জনজাতির সাংস্কৃতিকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছিলেন তিনি। তাঁর নামেই এই এলাকার নাম হয় দেবেনবাবুর চৌপথি। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল, চৌপথি-তে দেবেনবাবুর মূর্তি স্থাপন করতে হবে। অবশেষে দেবেনবাবু স্মৃতিরক্ষা কমিটির মাধ্যমে তা পূর্ন হল। এই বিষয়ে স্মৃতিরক্ষা কমিটির সদস্যরা জানান, মূর্তি বসে গিয়েছে। এবারে আর অস্তিত্ব সঙ্কটের মুখে পড়তে হবে না দেবেনবাবুকে। তাঁকে চিনবে নতুন প্রজন্ম।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2023 10:00 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: স্বাধীনতা সংগ্রামীর নামে রাস্তা, অথচ তাঁকে কেউ চেনে না! সংশয় দূর করতে বসল মূর্তি