TRENDING:

Alipurduar News: কাজ হারানোর প্রতিশোধ নিতে চা বাগানের ম্যানেজারের উপর চড়াও শ্রমিক, চলল গুলি

Last Updated:

দিনেদুপুরে আলিপুরদুয়ারের চা-বাগানে চলল গুলি, ম্যানেজারকে খুনের চেষ্টার অভিযোগ এক শ্রমিকের বিরুদ্ধে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার: দিনের আলোয় বেআইনি আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়ে চা-বাগানের ম্যানেজারকে খুন করার চেষ্টার অভিযোগ শ্রমিকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারের গ্যারগেন্ডা চা-বাগানে। তবে গুলি গায়ে না লাগায় প্রাণে বেঁচে গিয়েছেন ওই ম্যানেজার।
advertisement

প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্ত ওই চা-শ্রমিক গুলি করার আগে ম্যানেজার সহ আরও দুই বাগান কর্মীকে বেধড়ক মারধর করে। ওই ঘটনায় তিনজন‌ই গুরুতর আহত হয়। এরপর চলে গুলি। গোটা ঘটনায় সকাল থেকেই আতঙ্কের পরিবেশ আলিপুরদুয়ারের মাদারিহাট থানার গ্যারগেন্ডা চা বাগানে। এই ঘটনার জেরে কাজ বন্ধ হয়ে যায় ওই চা বাগানে।

আরও পড়ুন: বাড়ির সামনে হাতি পিষে মারল মধ্যবয়স্ক ব্যক্তিকে, আতঙ্কে ভুগছে আলিপুরদুয়ার

advertisement

সূত্রের খবর, বাগানের ২৩ ও ২৪ নম্বর সেকশনের বাগান ম্যানেজার শীর্ষেন্দু বিশ্বাস যখন বাগান পরিচর্যার কাজ দেখভাল করছিলেন, তখন আচমকাই বাবিন বিশ্বকর্মা নামে এক চা শ্রমিক মোটা লাঠি নিয়ে তাঁর উপর চড়াও হয়। এলোপাথাড়ি মারতে থাকে।ম্যানেজারের আর্তনাদ শুনে দুই কর্মী ছুটে এলে অভিযুক্ত শ্রমিক গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এই ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্ত বাবিন বিশ্বকর্মা।বাগান ম্যানেজারের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে মাদারিহাট থানার পুলিশ।

advertisement

আক্রান্ত ম্যানেজার জানান, দুই বছর আগে অভব্য আচরণের জন্য ওই শ্রমিককে কাজ থেকে বের করে দেওয়া হয়েছিল। তবে সে যে এভাবে এসে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে তা তিনি কল্পনাও করতে পারেননি বলে দাবি করেন ওই ম্যানেজার। তাঁর আজ মৃত্যু হতে পারত বলে তিনি জানান। একটু হলেই লাঠির আঘাতে তাঁর মাথা চৌচির হয়ে যেত বলে জানান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: কাজ হারানোর প্রতিশোধ নিতে চা বাগানের ম্যানেজারের উপর চড়াও শ্রমিক, চলল গুলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল