প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্ত ওই চা-শ্রমিক গুলি করার আগে ম্যানেজার সহ আরও দুই বাগান কর্মীকে বেধড়ক মারধর করে। ওই ঘটনায় তিনজনই গুরুতর আহত হয়। এরপর চলে গুলি। গোটা ঘটনায় সকাল থেকেই আতঙ্কের পরিবেশ আলিপুরদুয়ারের মাদারিহাট থানার গ্যারগেন্ডা চা বাগানে। এই ঘটনার জেরে কাজ বন্ধ হয়ে যায় ওই চা বাগানে।
আরও পড়ুন: বাড়ির সামনে হাতি পিষে মারল মধ্যবয়স্ক ব্যক্তিকে, আতঙ্কে ভুগছে আলিপুরদুয়ার
advertisement
সূত্রের খবর, বাগানের ২৩ ও ২৪ নম্বর সেকশনের বাগান ম্যানেজার শীর্ষেন্দু বিশ্বাস যখন বাগান পরিচর্যার কাজ দেখভাল করছিলেন, তখন আচমকাই বাবিন বিশ্বকর্মা নামে এক চা শ্রমিক মোটা লাঠি নিয়ে তাঁর উপর চড়াও হয়। এলোপাথাড়ি মারতে থাকে।ম্যানেজারের আর্তনাদ শুনে দুই কর্মী ছুটে এলে অভিযুক্ত শ্রমিক গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এই ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্ত বাবিন বিশ্বকর্মা।বাগান ম্যানেজারের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে মাদারিহাট থানার পুলিশ।
আক্রান্ত ম্যানেজার জানান, দুই বছর আগে অভব্য আচরণের জন্য ওই শ্রমিককে কাজ থেকে বের করে দেওয়া হয়েছিল। তবে সে যে এভাবে এসে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে তা তিনি কল্পনাও করতে পারেননি বলে দাবি করেন ওই ম্যানেজার। তাঁর আজ মৃত্যু হতে পারত বলে তিনি জানান। একটু হলেই লাঠির আঘাতে তাঁর মাথা চৌচির হয়ে যেত বলে জানান।
অনন্যা দে