পড়ুয়াদের মতে রোজ যাতায়াত করে পড়াশুনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই বাধ্য হয়ে তাদের এখানেই থাকতে হয় বাড়ি ভাড়া নিয়ে। অলিভা সোম নামের এক পড়ুয়া জানান,”আলিপুরদুয়ার থেকে ময়নাগুড়ি,ধূপগুড়ি যেতে সময় লাগে আড়াই ঘন্টা। যাতায়াতে পাঁচঘন্টা লেগে যায়।তারপর আবার ক্লাস করা। হয়না এইভাবে। টাকাটাও অনেক খরচ হচ্ছে।”
আরও পড়ুন:শালগ্রামের সঙ্গে তুলসীর বিয়ে! এই পুজোতেই ভরে উঠবে দাম্পত্য সুখ, জানুন জ্যোতিষকথা
advertisement
বিশ্ববিদ্যালয়ের কাছে ছাত্রীরা অনুরোধ জানিয়েছেন,যাতে স্বল্প ব্যবস্থার মধ্যেই এই হস্টেলটি খুলে দেওয়া হয়। কারণ ভাড়া বাড়ি থেকে আর্থিক সমস্যা হচ্ছে। মাঝপথে নাহলে পড়াশুনা ছেড়ে দিতে হবে তাঁদের।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
November 24, 2023 5:09 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: কবে চালু হবে গার্লস হস্টেল,অপেক্ষায় আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা