TRENDING:

Alipurduar: হোম স্টে-র মালিকদের পাশে দাঁড়াল রাজ্য

Last Updated:

শতাধিক মানুষের জীবিকা নিয়ে সংবেদনশীল রাজ্য সরকার। তাই আদালতের কাছে জঙ্গলের রেঞ্জ কমানোর আবেদন নিয়ে যাবে রাজ্য সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : শতাধিক মানুষের জীবিকা নিয়ে সংবেদনশীল রাজ্য সরকার। তাই আদালতের কাছে জঙ্গলের রেঞ্জ কমানোর আবেদন নিয়ে যাবে রাজ্য সরকার। আলিপুরদুয়ারে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্যের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার সফরে এসে, জেলার পর্যটন উন্নয়নে ও আর্থিক স্বনির্ভতার লক্ষ্যকে সামনে রেখে জেলার বিভিন্ন এলাকায় আরও বেশি হোমস্টে তৈরি করার জন্য উৎসাহিত করেছেন। তখন পরিবেশ আদালত ৩০ মে-র নির্দেশ মেনে বক্সা ব্যাঘ্র প্রকল্পের কমপক্ষে ১০০ টি হোমস্টে অবিলম্বে বন্ধ করে দেওয়ার নোটিশ জারি করেছে বনদফতর। ওই নির্দেশিকা প্রকাশ্যে আসার পর রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন বক্সা ব্যাঘ্র প্রকল্পের কয়েক হাজার স্টেকহোল্ডার।শুধুমাত্র পর্যটনের উপর নির্ভর করেই এতদিন ধরে যাদের সংসার চলতো।এখন উচ্ছেদ ও জীবিকা হারানোর ভয়ে রীতিমতো অসহায় মানুষ গুলি।শেষ পর্যন্ত দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় তারা আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জঙ্গল লাগোয়া ইকো ট্যুরিজমের ধারনা বক্সা ব্যাঘ্র প্রকল্পে তার খুব একটা বাস্তবায়ন হয়নি প্রথমদিকে।
advertisement

২০১১ সালে রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর থেকে রাজ্য সরকারের উদ্যোগে বনবস্তির বাসিন্দাদের অর্থনৈতিক ভাবে স্বনির্ভর করার লক্ষ্যে বক্সায় প্রচুর পরিমাণে হোমস্টে তৈরিতে উৎসাহিত করা হয়। হোমস্টে তৈরি হওয়ার জন্য একদিকে যেমন জঙ্গল ও বন্যপ্রাণের উপর মানুষের চাপ কমে যায়, অন্যদিক দিয়ে চাঙ্গা হয়ে ওঠে এলাকার অর্থনীতি। তবে কোভিডের কারণে একেবারেই মুখথুবড়ে পড়ে পর্যটনের ব্যবসা। সেই চাপ কাটিয়ে উঠতে না উঠতেই পরিবেশবিদ সুভাষ দত্তের করা একটি মামলার রায়ে চলতি বছরের ৩০ মে পরিবেশ আদালত পত্রপাঠ জানিয়ে দেয় বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্দরে হোটেল, রিসর্ট তো দূরের কথা, সেখানে কোনো রকম বানিজ্যিক কাজ চলবে না।

advertisement

আরও পড়ুনঃ রেশনে দেওয়া হয়েছে নিম্নমানের খাদ্য সামগ্রী! খাদ্য সরবরাহ দফতরে শ্রমিকদের বিক্ষোভ

নির্দেশে এও স্পষ্ট করে বলা হয় যে, ওই নির্দেশ কার্যকর করতে গিয়ে রাজ্য বনদপ্তর ঠিক কী কী পদক্ষেপ নিয়েছে তা তিন মাসের মধ্যে হলফনামা দিয়ে পরিবেশ আদালতকে জানাতে বাধ্য থাকবেন রাজ্যের বন্যপ্রাণ শাখার প্রধান মুখ্য বনপাল। বনজীবী-শ্রমজীবী মঞ্চের আহ্বায়ক লাল সিং ভুজেল বলেন আমাদের তো এখন সবই শেষ। বনবস্তি বাসীর অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। আমরা কোর্টে দ্বারস্থ হব। আলিপুরদুয়ারে এসে শণিবার রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন \"পরিবেশ আদালত যে রায় দিয়েছে, তা পুনর্বিবেচনার দাবি জানিয়ে পরিবেশ আদালতের দ্বারস্থ হবে রাজ্য সরকার। তিনি জানান বনদফতর যদি জমি চায় আমরা জমি দিতে রাজি আছি।

advertisement

View More

আরও পড়ুনঃ মারুনি শিল্পীদের নিয়ে কর্মশালার আয়োজন রাজাভাতখাওয়াতে

বনমন্ত্রী জানান এত লোকের জীবিকা নষ্ট করা যাবে না। প্রয়োজনে আমরা আমাদের রেঞ্জ কমিয়ে দেবো। আমরা এই মামলায় অংশগ্রহণ করছি।\" তবে উচ্ছেদের আশঙ্কার মধ্যে সামান্য হলেও আশার আলো যুগিয়েছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের একটি রায়।ওই রায়ে আপাতত ছয় সপ্তাহের জন্য পরিবেশ আদালতের রায়ের উপর স্থগিতাদেশ জারি করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
২ বছর ধরে নিখোঁজ ছেলে! সোশ্যাল মিডিয়ার 'জাদু'তে খুঁজে পেল পরিবার
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: হোম স্টে-র মালিকদের পাশে দাঁড়াল রাজ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল