Alipurduar News: চিলাপাতার জঙ্গলে বেপরোয়া গাড়ি চালানোর ভয়াবহ পরিণাম! সেতু থেকে গাড়ি পড়ে মৃত ২, আশঙ্কাজনক আরও ২ জন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Alipurduar News: পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ছোট গাড়ি দ্রুতগতিতে ছুটে যাচ্ছিল। তাতে চারজন ছিলেন। চিলাপাতা জঙ্গলের বানিয়া নদীর উপর প্রধান সড়কে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে ধাক্কা খায় এবং নীচে পড়ে যায়।
আলিপুরদুয়ার, অনন্যা দেঃ আলিপুরদুয়ার জেলার চিলাপাতার জঙ্গলে দ্রুতগতির বলি হলেন দু’জন। আরও দু’জনের পরিস্থিতি আশঙ্কাজনক। জানা গিয়েছে, গতকাল দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে পড়ে যায়। ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। একজন মহিলা সহ আরও দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহারের একটি ছোট গাড়ি হাসিমারা থেকে চিলাপাতা হয়ে দ্রুতগতিতে ছুটে যাচ্ছিল। সেই গাড়িতে চারজন ছিলেন। চিলাপাতা জঙ্গলের বানিয়া নদীর উপর প্রধান সড়কে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে ধাক্কা খায় এবং নীচে পড়ে যায়।
আরও পড়ুনঃ দ্বিতীয়বার ডুকপা উৎসবের আয়োজন বক্সা পাহাড়ে! নাচ, গান, খাওয়া-দাওয়া! সামিল হবেন বহু পর্যটক, রইল ছবি
ঘটনাটি দেখে প্রত্যক্ষদর্শী ও পথচারীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হাসিমারা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালচিনির উত্তরে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক দুই যুবককে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় একজন মহিলা সহ আরও একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাঁদের কোচবিহারে রেফার করা হয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সূত্রের খবর, নিহত এবং আহত চারজন কোচবিহার জেলার বাসিন্দা। নিহতদের একজনের পকেট থেকে সুখীনাথ চন্দ্র সরকার নামে একজনের ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধারের পর পুলিশ পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছে। সকলকে জঙ্গলের রাস্তায় অত্যন্ত সাবধানতা সহকারে গাড়ি চালানোর অনুরোধ করছে আলিপুরদুয়ার জেলা পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
November 28, 2025 3:08 PM IST

