Alipurduar News: শিসামারায় বন্যা রুখতে বড় পদক্ষেপ সেচ দফতরের, এক কোটি ৭৪ লক্ষ টাকা খরচ! শুরু বোল্ডার বাঁধের কাজ

Last Updated:

Alipurduar News: বোল্ডার বাঁধের কাজ শুরু হল শিসামারা নদীতে। সেচ দফতরের পক্ষ থেকে প্রায় এক কোটি চুয়াত্তর লক্ষ টাকা ব্যয়ে এই বাঁধ নির্মাণ করা হবে।

+
নদীবাঁধ

নদীবাঁধ

আলিপুরদুয়ার, অনন্যা দে: বোল্ডার বাঁধের কাজ শুরু হল শিসামারা নদীতে। আলিপুরদুয়ার এক ব্লকের শালকুমারহাটের শিসামারা নদীতে সেচ দফতরের পক্ষ থেকে প্রায় এক কোটি চুয়াত্তর লক্ষ টাকা ব্যয়ে এই বাঁধ নির্মাণ করা হবে। শিসামারা নদী এই এলাকার ত্রাস। একটু বৃষ্টি হলেই জলে ভরে ওঠে এই নদী। তারপরেই সম্পূর্ণ গ্রামে ছড়িয়ে পরে এই নদীর জল।
সম্প্রতি বন্যা পরিস্থিতি দেখা গিয়েছিল এই নদীর কারণে। এলাকার মানুষদের আতঙ্ক এই নদীকে নিয়েই। জলদাপাড়ার বন্যাপ্রাণীদের জীবন সংকট দেখা গিয়েছিল এই নদীর কারণে। তবে এই চিন্তা তাঁদের দূর হতে চলেছে। প্রায় ৫৮০ মিটার বোল্ডার বাঁধ নির্মাণ কাজ শুরু হল। দশ বছর আগে এই নদীতে জিও সিন্থেটিক বাঁধ  তৈরি হয়েছিল।
advertisement
advertisement
তবে এবারের বন্যা পরিস্থিতির কারণে এই বাঁধ পরবর্তীতে বেশ কিছু জায়গায় ভেঙে গিয়েছিল। সেচ দফতরের থেকে জিও সিন্থেটিক বাঁধের জায়গায় নতুন করে বোল্ডার বাঁধ নির্মাণে অর্থ বরাদ্দ হয়। সেই বোল্ডার বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। এই বিষয়ে গত অক্টোবর মাসে শিসামারা নদীর বাঁধ ভেঙ্গে শালকুমারের অনেক এলাকা প্লাবিত হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
বহু ক্ষতি হয়। নতুন করে বোল্ডার বাঁধ নির্মাণ এর কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল জানান, “মানুষের প্রয়োজনীয়তা বুঝে রাজ্যে বিষয়টি জানানো হয়। এরপর সেচ দফতর কাজটি করবে বলে জানায়। বন্যা পরিস্থিতিতে যে ক্ষতি হয়েছে। তা কম হবে।”
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: শিসামারায় বন্যা রুখতে বড় পদক্ষেপ সেচ দফতরের, এক কোটি ৭৪ লক্ষ টাকা খরচ! শুরু বোল্ডার বাঁধের কাজ
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের দাপট রাজ্যে, আপাতত নেই নতুন কোনও সিস্টেম, বঙ্গোপসাগরে কী অবস্থায় ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’?
শীতের দাপট রাজ্যে, আপাতত নেই নতুন কোনও সিস্টেম, বঙ্গোপসাগরে কী অবস্থায় ঘূর্ণিঝড়?
  • শীতের দাপট রাজ্যে

  • আপাতত নেই নতুন কোনও সিস্টেম

  • বঙ্গোপসাগরে কী অবস্থায় ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’?

VIEW MORE
advertisement
advertisement